যেভাবে পাবেন বিএমইটি ম্যানপাওয়ার কার্ড
কার্ড পেতে কেন দেরি হয়?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৯:০৯

বিএমইটি কার্ড বা ম্যানপাওয়ার কার্ড প্রবাসে যেতে ইচ্ছুক কর্মীদের কাছে থাকা বাধ্যতামূলক। এটি বৈধ বিদেশগামী কর্মী হিসেবে আপনার নিবন্ধনের প্রমাণ। সৌদি আরব, মালয়েশিয়াসহ যে কোনো দেশে বৈধভাবে কর্মী হিসেবে যেতে হলে এই ম্যানপাওয়ার কার্ড প্রয়োজন।
বিএমইটির রেজিস্ট্রেশন বা ম্যানপাওয়ার কার্ড ছাড়া বিদেশে চাকরির জন্য যাওয়া আইনত নিষিদ্ধ। এই কার্ড না থাকলে বিমান বন্দরেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রা বাতিল করে দেবেন। এক্ষেত্রে সব দায়-দায়িত্ব কর্মীর।
কিন্তু বিএমইটি কার্ড হাতে পাবার প্রক্রিয়া কী?
আপনাকে, বিএমইটি কার্ড করার জন্য অনলাইন আবেদন করতে হবে:
প্রথমেই আপনাকে ঢুকতে হবে বিএমইটিএর অফিশিয়াল ওয়েবসাইট http://www.bmet.gov.bd তে। সেখানে Online Registration এ প্রবাসী কর্মী নিবন্ধন ফর্ম-এ ক্লিক করুন। অথবা ami probashi তে গিয়েও ফর্ম পূরণ করা যায়।সেখানে প্রয়োজনীয় তথ্য পাবেন তা পূরণ করতে হবে। যেমন:
• নাম
• পাসপোর্ট নম্বর
• জন্ম তারিখ
• গন্তব্য দেশ (যেমন: সৌদি আরব)
• চাকরির ধরন উল্লেখ করবেন।
সব তথ্য ঠিকঠাক পূরণ করে সাবমিট করতে হবে। এবার ফি পরিশোধের পালা। বিএমইটি কার্ড করতে সাধারণত ২০০-৩০০ টাকা লাগে। পেমেন্ট বিকাশ, রকেট বা সরাসরি ব্যাংকের মাধ্যমে করা যায়।
অনলাইনে আবেদন জমা দেওয়ার পর, আপনার কাছের জনশক্তি অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে। বিএমইটির রেজিস্ট্রেশন বিদেশ গমনেচ্ছুক কর্মীদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অবশ্যই নাম তালিকাভুক্ত/রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যা যা বিএমইটি অফিসে নিয়ে যেতে হবে সেগুলো হলো:
১। পাসপোর্টের মূল কপি ও ফটোকপি ২।চাকরির চুক্তিপত্র (যদি থাকে) ৩।মেডিকেল রিপোর্ট (যদি প্রয়োজন হয়) ৪।দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ৫। নিজ ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র ৬। ৮০.০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ৭। অন্যান্য সনদপত্রের (যদি থাকে) সত্যায়িত কপি (শিক্ষাগত, কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ইত্যাদি)।
বিএমইটি ম্যানপাওয়ার কার্ড সংগ্রহ:
• সবকিছু ঠিক থাকলে বিএমইটি কার্ড হাতে পেতে ১-২ দিন লাগতে পারে।
• কার্ড হাতে পেলে, সেটি সবসময় পাসপোর্টের সঙ্গে রাখুন।
তবে এখানে জানা জরুরী যে, আপনি যদি কোন এজেন্টের মাধ্যমে বিদেশ যেতে চান তাহলে বিএমইটির ম্যানপাওয়ার কার্ড করতে সহায়তা করবে এজেন্টের কর্মীরা।বিদেশে কাজের বিষয়ে সৌদির বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্রের প্রয়োজন হয়। সেই ছাড়পত্র পেতে দেরি হলে অনেক সময় ম্যানপাওয়ার কার্ড পেতেও কারো কারো সময় লাগতে পারে। বিএমইটির প্রশাসন ও অর্থ বিভাগের কর্মকর্তা, মো: মাসুদ রানা মাইগ্রেশন কনসার্নকে জানিয়েছেন, কেউ যদি বিএমইটিতে আবেদন করেন, আইন অনুযায়ী ৭২ ঘন্টা সময়ের মধ্যে তা আমাদের দেয়ার কথা। কিন্ত আমরা একদিনের মধ্যেই দিয়ে দেই। মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী অথবা দূতাবাসের সত্যায়ন ব্যাতিরেকে কেউ যদি আসে তাহলে তো তার আবেদন ইনকমপ্লিট। আবেদন অসম্পূর্ণ থাকলে তা দেয়ার কোন নিয়ম নাই। ছাড়পত্র দেয়ারও সুযোগ নাই।
জনাব মাসুদ রানা আরো জানিয়েছেন, অনেক সময় এসব ইনকম্প্লিট কাজ থাকলে এজেন্টরা বিএমইটির দোষ দেয়। অভিযোগ করে যে, বিএমইটি ম্যানপাওয়ার কার্ড দিচ্ছে না। কিন্তু এজেন্টরা যদি মন্ত্রণালয়ের পারমিশন ও সংশ্লিষ্টদের দেশের দূতাবাসের সত্যায়ন না করে তাহলে তো এ কার্ড দেয়ার নিয়মই নাই।
রিপোর্ট, মাইগ্রেশন কনসার্ন।