Logo
×

Follow Us

বাংলাদেশ

দেশের ইমিগ্রেশনে কোন পণ্য ট‍্যাক্স ফ্রি, কোনগুলোতে লাগবে ট্যাক্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১১:৩৮

দেশের ইমিগ্রেশনে কোন পণ্য ট‍্যাক্স ফ্রি, কোনগুলোতে লাগবে ট্যাক্স

বিদেশ থেকে ফেরার সময় যাত্রীদের জন্য নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ ও রৌপ্যের অলংকার আনার সুযোগ রেখেছে বাংলাদেশ সরকার। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারি করা ২০১৬ সালের যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালায় এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

শুল্কমুক্ত স্বর্ণ ও রৌপ্য আনার সীমা

স্বর্ণালংকার: একজন যাত্রী ১০০ গ্রাম স্বর্ণালংকার আনতে পারবেন, যার জন্য কোনো কর দিতে হবে না।

রৌপ্যের অলংকার: ২০০ গ্রাম পর্যন্ত আনতে পারবেন বিনা শুল্কে।

স্বর্ণবার ও রৌপ্যবার আনার নিয়ম

স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড আনতে চাইলে একজন যাত্রী সর্বোচ্চ ২৩৪ গ্রাম (২০ তোলা) আনতে পারবেন। তবে এর জন্য কর দিতে হবে:

প্রতি ১১.৬৬ গ্রাম স্বর্ণে ৩,০০০ টাকা।

প্রতি ১১.৬৬ গ্রাম রৌপ্যে ৬ টাকা।

অন্যান্য শুল্কমুক্ত সামগ্রী

একজন যাত্রী পেশাগত কাজে ব্যবহারের জন্য সহজে বহনযোগ্য যন্ত্রপাতি শুল্ক ছাড়াই আনতে পারবেন।

এছাড়া, বিনা শুল্কে আনতে পারবেন দুটি মোবাইল ফোন, ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার (একটি ইউপিএসসহ), কম্পিউটার স্ক্যানার ও প্রিন্টার, ভিডিও ও ডিজিটাল ক্যামেরা, রাইস কুকার, প্রেসার কুকার ও গ্যাস ওভেন, ফ্যান, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার ও কফিমেকার, ২১ ইঞ্চি পর্যন্ত LED, LCD, TFT, বা প্লাজমা টিভি, ২০০ শলাকার এক কার্টন সিগারেট, ব্যক্তিগত ব্যবহারের স্পোর্টস সরঞ্জাম

যে পণ্যগুলোতে নির্দিষ্ট পণ্যের জন্য শুল্ক দিতে হবে সেগুলো হলো ৩০-৩৬ ইঞ্চি LED, LCD, TFT, প্লাজমা টিভি (১০,০০০ টাকা), ৩৭-৪২ ইঞ্চি টিভি (২০,০০০ টাকা), ৪৩-৪৬ ইঞ্চি টিভি (৩০,০০০ টাকা), ৪৭-৫২ ইঞ্চি টিভি (৫০,০০০ টাকা), ৫৩ ইঞ্চির বেশি টিভি (৭০,০০০ টাকা), ৮ স্পিকার পর্যন্ত হোম থিয়েটার ও মিউজিক সিস্টেম (৮,০০০ টাকা), রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ (৫,০০০ টাকা), স্প্লিট টাইপ, ১৮০০০ BTU এয়ার কন্ডিশনার (১৫,০০০ টাকা), ১৮০০০ BTU এর বেশি এয়ার কন্ডিশনার (২০,০০০ টাকা), ডিশ অ্যান্টেনা (৭,০০০ টাকা), বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এয়ারগান ও এয়ার রাইফেল (৫,০০০ টাকা), ঝাড়বাতি (৩০০ টাকা), কার্পেট প্রতি বর্গমিটারে (১৫০ টাকা), ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, ক্লথ ড্রায়ার (৩,০০০ টাকা)।

বিশেষ সুবিধাভোগী যাত্রীদের জন্য নির্দেশনা

অসুস্থ, প্রতিবন্ধী বা বৃদ্ধ যাত্রীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। তারা ব্যবহার্য চিকিৎসা যন্ত্রপাতি ও হুইলচেয়ার শুল্ক ও কর ব্যতীত আনতে পারবেন।

সব যাত্রীকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে তফলিস-১ ফরম পূরণ করে ব্যাগেজ ঘোষণা দিতে হবে। বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে পণ্যের বিবরণ ও ব্যবহারের তথ্য লিখিতভাবে প্রদান করতে হবে।

২০১২ সালের নিয়ম অনুযায়ী একজন যাত্রী ২০০ গ্রাম স্বর্ণালংকার আনতে পারতেন, যা ২০১৬ সালের বিধিমালায় কমিয়ে ১০০ গ্রাম করা হয়েছে। তবে, কর পরিশোধ করে ২৩৪ গ্রাম পর্যন্ত স্বর্ণবার ও রৌপ্যবার আনতে পারবেন।

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট

Logo