Logo
×

Follow Us

মাইগ্রেশন কনসার্ন লিমিটেড প্রবাসীদের নিয়ে কাজ করা একটি ব‍েসরকারি সংবাদ মাধ‍্যম। কর্মী, শিক্ষার্থী বা পেশাজীবি— যেকোন প্রয়োজনে বিদেশ যেতে ইচ্ছুক সবার প্ল‍্যাটফর্ম মাইগ্রেশন কনসার্ন লিমিটেড।  

যারা প্রবাসে আছেন বা ভবিষ‍্যতে বিদেশ যেতে ইচ্ছুক- তাদের বিভিন্ন সমস্যার সমাধানে তথ‍্য সহায়তা, অভিবাসন সংক্রান্ত তথ্য, পরামর্শ দেয় সংবাদ মাধ‍্যমটি, যাতে প্রবাসীরা নিরাপদ ও সফল জীবন গড়ে তুলতে পারেন। 

প্রবাসীদের পাশে থেকে তাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া এবং সঠিক দিকনির্দেশনা দেওয়াও আমাদের লক্ষ্য।

আমাদের রয়েছে একটি তথ্যসমৃদ্ধ পোর্টাল। সামাজিক যোগাযোগ মাধ‍্যমে রয়েছে আমাদের সরব উপস্থিতি। Migration Concern শিরোনামে আমাদের পাওয়া যাবে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে ও অন‍্যান‍্য প্ল‍্যাটফর্মে। যেখানে বিভিন্ন দেশের অভিবাসন সংক্রান্ত আপডেট, পরামর্শ ও গাইডলাইন নিয়মিত প্রকাশ করা হয়। মূলত অভিবাসন সংক্রান্ত তথ‍্যের বড় ভান্ডার গড়ে তোলা মাইগ্রেশন কনসার্ন লিমিটেডের অন‍্যতম উদ্দেশ‍্য। 


আমরা: 

মাইগ্রেশন কনসার্ন লিমিটেডে যুক্ত আছেন বেশ ক’জন সংবাদকর্মী। যারা দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছেন দেশের বিভিন্ন প্রখ‍্যাত টেলিভিশন চ‍্যানেলে। অভিবাসনের সাথে যুক্ত দেশীয় বিভিন্ন সংস্থার সাথে যাদের রয়েছে কাজের দীর্ঘ দিনের অভিজ্ঞতা। 

সারা বিশ্বের নিরাপদ অভিবাসন সংক্রান্ত তথ‍্য ও খবর সাধারণের কাছে পৌঁছে দিতে মাইগ্রেশন কনসার্নের সংবাদকর্মীরা কাজ করছেন। 

Logo