Logo
×

Follow Us

এশিয়া

কুনমিং-এ প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:৩০

কুনমিং-এ প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

চীনের ইউনান প্রদেশের বৃহত্তম শহর ও রাজধানী কুনমিং-এ প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট।

স্থানীয় সময় বৃহস্পতিবার কনস্যুলেট জেনারেলের হলরুমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে কনস্যুলেট জেনারেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মো. খালেদ। তিনি কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দেন।

কনসাল জেনারেল বলেন, “ই-পাসপোর্টের মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রবাসীদের দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে। ই-পাসপোর্ট কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ নতুন একটি মাইলফলক অর্জন করলো।”

দূতালয় প্রধান বজলুর রশীদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক উইংকমান্ডার মো. আখতার-উজ-জামান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল।

আখতার-উজ-জামান ই-পাসপোর্টের প্রয়োজনীয়তা এবং এর সুফল সম্পর্কে আলোচনা করেন। তিনি ই-পাসপোর্টের মাধ্যমে প্রবাসীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন।

তথ‍্যসূত্র: বিডিনিউজ২৪.কম, ২৬ জানুয়ারী, ২০২৫

Logo