Logo
×

Follow Us

এশিয়া

এভারেস্ট অভিযানে নতুন নিয়ম চালু করলো নেপাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪

এভারেস্ট অভিযানে নতুন নিয়ম চালু করলো নেপাল

বদলাতে চলেছে মাউন্ট এভারেস্ট অভিযানের নিয়ম। আর কেউ একা মাউন্ট এভারেস্ট অভিযান করতে পারবেন না। শুধু মাউন্ট এভারেস্ট নয়, যে সব পর্বতশৃঙ্গের উচ্চতা ৮ হাজার মিটারের বেশি সেখানেও একই নিয়ম কার্যকর হবে। পর্বত অভিযানের ক্ষেত্রে এই নিয়ম চালু করার কথা জানিয়েছে নেপাল সরকার। নেপালই প্রথম দেশ যারা পর্বত অভিযানের ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু করছে।

নেপালের সরকার তাদের জার্নালে এই নিয়মের কথা উল্লেখ করেছে। কী কারণে এই নীতি নেওয়া হচ্ছে তাও জানিয়েছে নেপাল। তারা জানিয়েছে, পর্বতারোহীদের নিরাপত্তা এবং পরিবেশের কথা চিন্তা করেই নতুন এই নীতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে পর্বতারোহীদের সুরক্ষা আরও নিশ্চিত করা এবং সেখানকার পর্বত শৃঙ্গগুলির সৌন্দর্য অক্ষুণ্ণ রাকথে এই পরিবর্তন নিয়ে আসা হয়েছে।

কী নিয়ম মানতে হবে?

নেপাল সরকার জানিয়েছে, ৮ হাজার মিটারের উঁচু পর্বতশৃঙ্গে আরোহণের ক্ষেত্রে নিয়মের সংশোধন করা হয়েছে। যাঁরা পর্বত আরোহণে যাবেন তাঁদের সবাইকেই এই নীতি মেনে চলতে হবে। নতুন সংশোধনীতে বলা হয়েছে, দুই সদস্যের অভিযাত্রী দলে একজন সার্টিফায়েড গাইড হতে হবে এবং সেখানে একজনকে সুপারভাইজার হিসেবে থাকতে হবে। মাউন্ট এভারেস্ট ছাড়াও লোৎসে, মাকালু এবং অন্যান্য উঁচু পর্বতে লম্বা অভিযানের জন্য এই বিধান রাখা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, কোনও পর্বতারোহীকেই সঙ্গী ছাড়া পাহাড়ে চড়তে দেওয়া হবে না। পাহাড়ে দূষণ কমাতে আবর্জনা ফেলার জন্য জৈব ব্যাগ ব্যবহারও বাধ্যতামূলক করা হচ্ছে। বেস ক্যাম্পেও কিছু ফেলে রেখে আসা যাবে না বলেও জানানো হয়েছে।

বাড়ছে পাহাড়ে চড়ার খরচ

নতুন এই নীতি চালু করার সঙ্গেই পর্বতারোহণে খরচ বাড়াতে চলেছে নেপাল সরকার। এ বার থেকে বসন্তকালে, দক্ষিণ দিক দিয়ে মাউন্ট এভারেষ্ট অভিযানের খরচ ৪ হাজার ডলার বাড়ছে। টাকার পরিমাণ বেড়ে হচ্ছে ১৫ হাজার ডলার। শীতের সময়ে খরচ বেড়ে হচ্ছে ৩৭৫০ ডলার। ৮ হাজার মিটারের বেশি উচ্চতার অন্য পর্বত শৃঙ্গের ক্ষেত্রে , বসন্তের সময়ে এই খরচের পরিমাণ হচ্ছে প্রায় ৩ হাজার ডলার। অন্য সময়েও এই পরিমাণ প্রায় দ্বিগুণ বাড়ছে। এই সঙ্গে বেস ক্যাম্প ম্যানেজমেন্ট এবং সামিট শেষে সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রেও নিয়মের পরিবর্তন করা হচ্ছে।

কবে থেকে নতুন নিয়ম?

পর্বতারোহণে এই নতুন নিয়ম চালু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে। নেপাল সরকার জানিয়েছে, এর ফলে সেখানের বিভিন্ন পর্বত রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে একটা বড় ধরনের বদল আসবে। যাঁরা মাউন্ট এভারেস্ট জয় করার স্বপ্ন দেখেন তাঁদেরকে কঠোর নিয়ম মেনেই সাফল্য পেতে হবে।

তথ্যসূত্র: এই সময় ০৭.০২.২০২৫

Logo