Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশী উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৯

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশী উদ্ধার

মালয়েশিয়ার কুয়ালালামপুরের চেরাসে বিশেষ অভিযান চালিয়ে মানবপাচারকারী একটি চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ১১ ডিসেম্বর অভিযান চালিয়ে এ চক্রের হাত থেকে ১১ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। চক্রটির নেতৃত্বে তিনজন বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। 


মালয়েশিয়ার কর্তৃপক্ষ তিনটি স্থানে একটি সমন্বিত অভিযান পরিচালনা করে। এতে ৩৫ থেকে ৩৮ বছর বয়সী তিনজন প্রাথমিক সন্দেহভাজন এবং একজনের সঙ্গে থাকা ৩২ বছর বয়সী এক বাংলাদেশি নারীকেও গ্রেপ্তার করা হয়।


অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান ৩০ থেকে ৩৮ বছর বয়সী ১১ জন বাংলাদেশিকে সফলভাবে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবৃতিতে বলা হয়, ‘ওই ব্যক্তিরা সিন্ডিকেটের মাধ্যমে আর্থিক লাভের আশায় পাচার ও শোষণের শিকার হয়েছিল। আমাদের অভিযানের মাধ্যমে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, ২০টি মোবাইল ফোন, নগদ ৮০০ রিঙ্গিত, ৮০০ ডলার এবং দুটি গাড়ি জব্দ করা হয়।’


ভুক্তভোগীরা বর্তমানে অভিবাসন বিভাগের তত্ত্বাবধানে রয়েছেন। এ ঘটনায় আরও তদন্ত চলছে। কর্তৃপক্ষ ধারণা করছে, একটি সংগঠিত নেটওয়ার্ক মানবপাচারকারী চক্রটি পরিচালনা করছিল, যা আর্থিকভাবে দুর্বল ও অসহায় ব্যক্তিদের ফাঁদে ফেলত।


মানব পাচার মোকাবিলা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জাকারিয়া।


তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো

Logo