মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি সেবা, চলবে ই-পাসপোর্টের আবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা। তবে চলবে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন।
পাসপোর্ট
ও ভিসা উইংয়ের কাউন্সিলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা
হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর হতে এমআরপি কার্যক্রম সম্পূর্ণরূপে
বন্ধ হয়ে যাবে। আগামী ১ মার্চ থেকে এমআরপি পাসপোর্টের রিইস্যু আবেদন গ্রহণ করবে না।
এমন
প্রেক্ষিতে মালয়েশিয়ায় অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে ই-পাসপোর্ট গ্রহণ করতে অনুরোধ
জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
এদিকে
মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ মার্চ থেকে
হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে না। পাসপোর্ট সংগ্রহের জন্য পোস্ট অফিসের মাধ্যমে
অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
তথ্যসূত্র:
দৈনিক যুগান্তর – ২৫.০২.২০২৫