
উন্নত বিশ্বে একটি কাজের চাহিদা দিনকে দিন বাড়ছে। জাপান থেকে জার্মানি, যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য, কানাডা থেকে অস্ট্রেলিয়া সবখানে এই কাজে, কর্মীর চাহিদা বাড়ছে।
যেমন ধরুন জাপানের কথা। জাপানে মানুষের গড় আয়ু বেশি। মানুষ বেশিদিন বাঁচেন। কাজের চাপে সন্তানেরা বয়স্ক মা বাবার যত্ন নিতে পারেন না। ফলে, এক সময় বয়স্ক মানুষদের দেখা শোনার লোকের প্রয়োজন হয়। বয়স্কদের দেখাশোনা করার জন্য জাপানী একজন সার্বক্ষণিক লোক নিয়োগে দিতে লাগে বিপুল অর্থ। আর সেই কাজে এমন লোকেরও বড্ড অভাব।
ফলে জাপান বাংলাদেশ থেকে এ কাজের জন্য দক্ষ লোক নিতে আগ্রহী।
এ কাজের যোগ্যতা কী কী: নির্দিষ্ট কাজের দক্ষতা অর্জন করতে হবে, জাপানে এই কাজ নিয়ে যেতে আগ্রহীদের । মানে বয়স্কদের সহায়তা দেয়ার কাজে একটা ট্রেনিং বা প্রশিক্ষণ নিতে হবে আপনাকে। পাস করতে হবে সেসব পরীক্ষায়।
কোথায় নেবেন প্রশিক্ষণ: রাজধানী ঢাকায় আছে বেশ কটি জাপানীজ ট্রেনিং সেন্টার। জাপান দূতাবাস বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ফোন করে আপনি জেনে নিতে পারবেন ট্রেনিং এর জন্য আপনাকে কোথায় যেতে হবে। এনিয়ে লিংক রয়েছে খবরের নিচের অংশে
এজন্য নিচের লিংকে ক্লিক করুনঃ
https://www.bd.emb-japan.go.jp/itpr_en/ssw/introduction/
এবার আসি, কোথায় শিখবেন জাপানি ভাষা: জাপানের মৌলিক ভাষা শেখার জন্য ট্রেনিং এ অংশ নিতে হবে। ফাউন্ডেশন পরীক্ষায় পাস করতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে, জাপানি ভাষায় যোগযোগ করতে, যে আপনি দক্ষ তার প্রমাণও দিতে হবে। খবরের লিংকে আপনি পাবেন কোথায় শিখবেন জাপানি ভাষা।
আরো তথ্যের জন্য এখানে যানঃ ক্লিক করুন
https://www.bd.emb-japan.go.jp/itpr_en/ssw/registration/
মনে রাখবেন, জাপান আপনাকে খুঁজছে। এখন কাজ আপনার। জাপানি ভাষায় দক্ষ হোন। প্রশিক্ষণ নিন পছন্দের কাজের। খোঁজ খবর করুন। নিজের জীবন গড়ুন।
মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট