Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ গড়েছেন ৩,৬০৪ বাংলাদেশি

৭ বছরে বেড়েছে ২৪ গুণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:১০

মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ গড়েছেন ৩,৬০৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ায় বাংলাদেশিদের অবস্থান ওপরের দিকে রয়েছে। মালয়েশিয়া 'মাই সেকেন্ড হোম' (এমএম২এইচ) কর্মসূচির মাধ্যমে দেশটিতে দ্বিতীয় নিবাস গড়েছেন ৩ হাজার ৬০৪ বাংলাদেশি।

সর্বশেষ তথ্যমতে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের ৫৮ হাজার ৪৬৮ জন নাগরিক মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়েছেন। এর মধ্যে ৩ হাজার ৬০৪ বাংলাদেশিও রয়েছেন।

৮ মার্চ দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী দাতুক সেরি তিওং কিং সিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়া মাই সেকেন্ড হোম (এমএম২এইচ) কর্মসূচিটি বিশ্বের যে কোনো দেশের আবেদনকারীর জন্য উন্মুক্ত বলেও জানানো হয় বিবৃতিতে।

মন্ত্রী বলেন, এই কর্মসূচির মাধ্যমে বিদেশিরা বিভিন্ন যোগ্যতার মানদণ্ডের অধীনে মালয়েশিয়ায় বসবাসের জন্য আবেদন করতে পারবেন এবং যারা সফল হবেন, তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য বসবাসের পাস পাবেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রী সংসদে বলেন, মোট অনুমোদনের মধ্যে ৫৭ হাজার ৬৮৬টি আগের নীতির আওতায় দেয়া হয়েছে। যার মধ্যে ২৮ হাজার ২০৯ জন মূল আবেদনকারী এবং ২৯ হাজার ৪৭৭ জন ডিপেন্ডেন্ট রয়েছেন। তবে কোন দেশের কতজন, তা উল্লেখ করেননি তিনি।

২০২৩ সালের জুন মাসে এই কর্মসূচির জন্য সর্বশেষ নির্দেশিকা প্রকাশ করা হয়। যেখানে ৩টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়- সিলভার, গোল্ড ও প্লাটিনাম।

প্লাটিনাম ক্যাটাগরির জন্য ১০ লাখ মার্কিন ডলার, গোল্ড ক্যাটাগরির জন্য ৫ লাখ মার্কিন ডলার এবং সিলভার ক্যাটাগরির জন্য ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার স্থায়ী আমানত হিসেবে বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া আবেদনকারীদের মালয়েশিয়ায় ৬ লাখ রিঙ্গিত থেকে ২০ লাখ রিঙ্গিত মূল্যের সম্পত্তি কিনতে হবে। যা নির্ভর করবে তাদের বেছে নেয়া ভিসা ক্যাটাগরির ওপর।

জরিপ বলছে, গত ৭ বছরে বাংলাদেশির সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ২৪ গুণ। দেশটিতে বাস করা বাংলাদেশি ও নানা মহলের কাছ থেকে জানা গেছে, সেকেন্ড হোম করতে যে টাকার প্রয়োজন হয়, তা বাংলাদেশ থেকে বৈধ পথে যায়নি।

অনুসন্ধানে জানা গেছে, মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখ বাংলাদেশি বসবাস করছেন। অনেকেই বলছেন, মালয়েশিয়া সরকার টাকার উৎস নিয়ে প্রশ্ন না করায় বাংলাদেশিরা এই সুযোগ নিচ্ছেন।

এদিকে মালয়েশিয়াতে কয়েক হাজার বাংলাদেশি রেস্টুরেন্টের ব্যবসা গড়েছেন। ওই দেশে বাংলাদেশি ব্যবসায়ীদের পাঁচতারকা হোটেল ব্যবসা, গার্মেন্টস কারখানা, ওষুধ শিল্পসহ নানা খাতে বিপুল বিনিয়োগ রয়েছে। অনেকে রাজধানী কুয়ালালামপুরসহ বড় বড় শপিংমলে দোকানও কিনেছেন। অনেকে স্বর্ণ, খেলনা, তৈরি পোশাকের ব্যবসা করছেন।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর

Logo