বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্পেশাল পাস দেবে মালয়েশিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:১২

মালয়েশিয়ায় বিনিয়োগের সুযোগ সহজ করতে বিদেশি বিনিয়োগকারীদের এবং প্রবাসীদের সুবিধা দিতে দেশটির সরকার আগামী এপ্রিল থেকে একটি বিশেষ পাস চালু করতে যাচ্ছে। মালয়েশিয়া সরকারের নতুন এই উদ্যোগের আওতায় বিদেশি বিনিয়োগকারীরা ছয় মাসের জন্য মালয়েশিয়ায় অবস্থান করতে পারবেন এবং প্রয়োজনে এটি আরো ছয় মাসের জন্য নবায়ন করতে পারবেন।
বিশেষ
পাসধারীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা (এমইভি) দেয়া হবে, যা বিনিয়োগকারীদের মালয়েশিয়ায়
দীর্ঘ সময় অবস্থান করে তাদের বিনিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেবে বলে এক
বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন
ইসমাইল।
দেশটির
বিভিন্ন গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই উদ্যোগ বর্তমান ভিসা
ব্যবস্থার একটি উন্নত সংস্করণ। এর আগে, বিদেশি বিনিয়োগকারীদের শুধু ১৪ থেকে ৯০
দিনের জন্য সামাজিক ভ্রমণ ভিসা (সোশ্যাল ভিজিট পাস) দেয়া হতো, যা তাদের দেশ অনুসারে
নির্ধারিত হতো। নতুন এই বিশেষ পাসের ফলে বিনিয়োগকারীরা আরো দীর্ঘ সময় ধরে দেশে অবস্থান
করতে পারবেন এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারবেন।
বিশেষ
পাসের জন্য আবেদন করা যাবে এক্সপ্যাটস গেটওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে। আগ্রহী আবেদনকারীরা
বিস্তারিত তথ্য জানতে https://xpatsgateway.com.my ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।
এই
উদ্যোগ সম্পর্কে মালয়েশিয়ার সংসদে গত ৬ মার্চ, মিনিস্টার্স কোয়েশন টাইম চলাকালে
সাইফুদ্দিন নাসুশন ইসমাইল তখন বলেছিলেন, এই স্পেশাল পাস ইলেকট্রনিকভাবে ইস্যু করা হবে,
যা বিনিয়োগকারীদের জন্য আরো সুবিধাজনক হবে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
আরো জানান, এই উদ্যোগ শুধু বিনিয়োগকারীদের জন্য নয় বরং মালয়েশিয়ায় বসবাসরত
প্রবাসীদের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। এটি দেশটির সামগ্রিক ব্যবসার পরিবেশকে আরো প্রতিযোগিতামূলক করে তুলবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।
তথ্যসূত্র:
যমুনা টিভি