Logo
×

Follow Us

এশিয়া

২০২৫ সালে বিপুল পরিমাণ বিদেশী কর্মী নেবে কোরিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:৩৬

২০২৫ সালে বিপুল পরিমাণ বিদেশী কর্মী নেবে কোরিয়া

দক্ষিণ কোরিয়া ২০২৫ সালে একটি পারমিট সিস্টেমের আওতায় ১লাখ ৩০হাজার বিদেশি নাগরিককে কাজের অনুমতি দেবে। নির্দিষ্ট শিল্পখাতে শ্রমিক সংকট কাটাতে এই সুযোগ আসছে। কোরিয়ান নিয়োগদাতারা এবার তাদের কোম্পানির জন‍্য বিদেশ থেকে কর্মী নিয়োগ দিতে পারবেন।

কোরিয়ার কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় ২০ ডিসেম্বর ঘোষণা করেছে যে, আগামী বছরের জন্য কর্মসংস্থান পারমিট সিস্টেমের আওতায় বিদেশি কর্মী নিয়োগের সর্বোচ্চ সীমা ১,৩০,০০০ নির্ধারণ করা হয়েছে। যদিও তা ২০২৪ সালের চেয়ে কিছুটা কম। ২০২৪ সালে এই সীমা ছিল ১ লাখ ৬৫ হাজার। 

এই সিস্টেমের আওতায়, E-9 ভিসাধারীরা ম্যানুফ্যাকচারিং, নির্মাণ এবং অন্যান্য শিল্পখাতে কাজ করতে পারবেন। এসব খাতে মূলত শ্রমিক সংকট প্রবল।

মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমিকদের এই সংখ্যাটি চাহিদার বিপরীত ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। এতে সম্ভাব্য অর্থনৈতিক মন্দার মতো বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হয়েছে।

শিল্প খাত অনুসারে, কোরিয়ার ম্যানুফ্যাকচারিং খাতে ৭২,০০০ কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হবে। কৃষি ও দুগ্ধ শিল্পে সর্বোচ্চ ১০,০০০, মাছ ধরা (৮,৫০০), সেবা খাত (৩,০০০), জাহাজ নির্মাণ (২,৫০০) এবং নির্মাণ খাতে (২,০০০) কর্মী নিয়োগ করা যাবে। অবশিষ্ট ৩২,০০০ ভিসা এই শিল্পখাতগুলোর চাহিদার ভিত্তিতে ইস্যু করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সাল থেকে ৭৫,০০০ বিদেশিকে E-8 ভিসাও দেওয়ার পরিকল্পনা করেছে। এই স্কিমের অধীনে, অভিবাসী কর্মীরা ব্যস্ত সময়ে সর্বোচ্চ আট মাস কাজ করার অনুমতি পান। এই বছরের ৬৮,০০০ থেকে এই সংখ্যা বেড়ে ৭৫,০০০ হয়েছে।


খবর সূত্র: কোরিয়ান টাইমস্ 

Logo