Logo
×

Follow Us

এশিয়া

বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা সহজ করলো চীন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:১৬

বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা সহজ করলো চীন

ভিসা সমস্যার কারণে চিকিৎসা সেবা নিতে ভারতে যেতে পারছেন না বাংলাদেশের অনেক রোগী। এমন অবস্থায় বিকল্প হিসেবে চীনে কয়েকটি হাসপাতালে ব্যবস্থা করে দিতে দেশটিকে অনুরোধ করে অন্তর্বর্তী সরকার। এর আওতায় ১০ মার্চ রোগীদের প্রথম দল দেশটির ইউনান প্রদেশের কুনমিং রওনা হয়েছে।

৩১ সদস্যের এই দলে আছেন ১৪ জন রোগী, রোগীর পরিবারের সদস্য ছয়জন, পাঁচজন চিকিৎসক ও ট্রাভেল এজেন্সির পাঁচজন প্রতিনিধি। ইউনানের তিনটি হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য ঠিক করা আছে। সেখানে এই রোগীরা চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন।

চীনের স্বাস্থ্য–পর্যটন কর্মসূচির আওতায় চিকিৎসা নিতে রোগীদের প্রথম দলটির সেখানে যাওয়া উপলক্ষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে দেশটির দূতাবাস এ তথ্য জানায়।

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন চীনগামী রোগীদের বিদায় দিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, চীনে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন, এটা খুব ভালো উদ্যোগ। এতে বিদেশে চিকিৎসাসেবা নিতে চান, এমন মানুষ উপকৃত হবেন।

জসীম উদ্দিন বাংলাদেশে চিকিৎসাসেবার মান বাড়াতে প্রয়োজনীয় সহায়তা দিতে চীন সরকারের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো বাড়বে।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চিকিৎসার বিষয়ে বাংলাদেশের রোগীরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। চীনে তাদের জন্য সহজে উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর রোগীরা যেন সহজে ভিসা পান, সে উদ্যোগও নেয়া হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, চিকিৎসাসেবার পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের রোগীদের জন্য হাসপাতালগুলোয় উপযুক্ত চিকিৎসা, থাকা ও খাওয়ার ব্যবস্থা, বাংলা ও ইংরেজিতে কথা বলার জন্য দোভাষী ও দেখাশোনা করার জন্য প্রশিক্ষিত কর্মী থাকবে।

তথ্যসূত্র: দৈনিক আজকের পত্রিকা

Logo