Logo
×

Follow Us

এশিয়া

ভিসা আবেদনে আগের চেয়ে বেশি সংখ্যক পেমেন্ট নিচ্ছে থাই দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:১৮

ভিসা আবেদনে আগের চেয়ে বেশি সংখ্যক পেমেন্ট নিচ্ছে থাই দূতাবাস

ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের গন্তব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। দেশটির সৌন্দর্য উপভোগে প্রতিবছর অসংখ্য মানুষ সেখানে ভ্রমণে যান। তবে ভিসা পেতে অপেক্ষা করতে হয় লম্বা সময়। সেই ভোগান্তির কথা চিন্তা করে এবার বাংলাদেশিদের জন্য সুখবর দিল থাই কর্তৃপক্ষ।

দেশটির ঢাকাস্থ দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনে আগের চেয়ে বেশি পেমেন্ট নিচ্ছে তারা। এর আগে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সুবিধাও চালু করে দেশটি।

১২ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণে আগের চেয়ে বেশি পেমেন্ট নেয়া হচ্ছে। আবেদনকারীরা নির্ধারিত কর্মদিবসে ভিসা আবেদনের পেমেন্ট করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অধিক চাহিদার কারণে ভ্রমণের তারিখের কমপক্ষে ৪৫ দিন আগে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। আবেদনকারীদের আবেদনপত্র জমা দেয়ার আগে তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং ব্যক্তিগত তথ্য যেমন- নামের বানান, লিঙ্গ ও জন্ম তারিখ যাচাই করার পরামর্শ দিচ্ছে দূতাবাস। যেসব আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম অথবা আবেদনপত্রে থাকা তথ্য পাসপোর্টের তথ্য থেকে আলাদা, তাদের পাসপোর্ট বাতিল করা হবে।

সম্প্রতি বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা চালু করেছে থাইল্যান্ড। ফলে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। অনলাইনে থাইল্যান্ডের ভিসা নেয়ার জন্য প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আবেদন ফরম পূরণ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি অনলাইনে জমা দিতে হবে। আবেদন সাবমিট করার পর ১০ দিনের মধ্যেই ই-মেইলে ভিসা চলে আসবে।

থাইল্যান্ডের ভিসা নেয়ার জন্য যেতে হবে এই লিংকে 

তথ্যসূত্র: দৈনিক সমকাল

Logo