Logo
×

Follow Us

এশিয়া

মালদ্বীপে সবার মন কাড়ছে বাংলাদেশের এই অন্ধ হাফেজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:২০

মালদ্বীপে সবার মন কাড়ছে বাংলাদেশের এই অন্ধ হাফেজ

মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী। দেশটির রাষ্ট্রীয় আমন্ত্রণ পেয়ে তারাবি নামাজ পড়াচ্ছেন কিশোরগঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী এই হাফেজ। তার সুমধুর তেলাওয়াত ও হৃদয়কাড়া সুরে স্থানীয়দের পাশাপাশি মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরাও। 

১৯ বছর বয়সের দৃষ্টিপ্রতিবন্ধী এই হাফেজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অস্ট্রিয়ায়, ভারত, ইরান, লিবিয়াসহ বিভিন্ন দেশে অংশগ্রহণ করে তেলাওয়াতের সূর ও মাধুর্যের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা আরো সমুন্নত করেছেন।

শতভাগ মুসলিম দেশ দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। দেশটিতে প্রায় চার হাজারেরও বেশি মসজিদ রয়েছে। পবিত্র রমজান মাসে বেশির ভাগ মসজিদে খতমে তারাবি পড়ানো হয়। তারই ধারাবাহিকতায় মালদ্বীপ সরকারের বিশেষ আমন্ত্রিত বাংলাদেশি হাফেজ দেশটির হুলহুমালে শহরের আল ওয়ালিদাইন মসজিদে তারাবি নামাজে ইমামতি করছেন। 

বিরল প্রতিভার অধিকারী এ হাফেজের তেলাওয়াত শুনতে দূর-দুরান্ত থেকে অনেকেই ছুটে আসেন।

ভিনদেশের মাটিতে এই দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজের অর্জন বাংলাদেশের জন্য এক বিরল গৌরব। তার প্রতিভা ও নিরলস প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র আল কোরআনের শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে মনে করেন প্রবাসীরা। 

তথ্যসূত্র: ঢাকা পোস্ট

Logo