৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প থাইল্যান্ড ও মিয়ানমারে
থাইল্যান্ডে জারি হয়েছে জরুরী অবস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৩:২৪

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে থাইল্যান্ড ও মিয়ানমারে। ৭.৩ মাত্রার এই ভূমিকম্পে কেঁপে ওঠে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। অন্যদিকে, ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে পাশের দেশ মিয়ানমারে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে বরাতে এ খবর জানা গেছে। এরমধ্যে রাজধানী ব্যাংককে ৩০তলা একটি নির্মানাধীন ভবন ভেঙ্গে পড়েছে। তাতে ৪৩জন শ্রমিককে নিখোজ রয়েছে।
থাইল্যান্ডের ব্যাংককে ভূমিকম্পের সময় দোকানপাট ও উঁচু বিল্ডিং থেকে লোকজন বাইরে বেরিয়ে আসেন। তবে এখনো ভূমিকম্পের কারণে কোনে ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর আসেনি।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। ৭ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প বড় ধরনের বলে গণ্য করা হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর, উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।