Logo
×

Follow Us

এশিয়া

২৪,৫০০ ড্রাইভার নিতে চায় জাপান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:৩২

২৪,৫০০ ড্রাইভার নিতে চায় জাপান

টেক্সি, বাস, ট্রাক ড্রাইভার সংকটে ভুগছে জাপান।

পাঁচ বছরের ২৪হাজার ৫০০ ড্রাইভার নেবে জাপান, এজন্য লাগবে জাপানী ভাষা ও ড্রাইভিং এর দক্ষতা।  

টেক্সি, বাস, ট্রাক ড্রাইভার সংকটে ভুগছে জাপান। ফলে দেশটি আগামী পাঁচ বছরের ২৪হাজার ৫০০ ড্রাইভার নেবে। ২০২৮ সাল পর্যন্ত চলবে বিদেশ থেকে এই ড্রাইভার সংগ্রহ কার্যক্রম চলবে। 

সাথে তাদের আরো লাগবে বাস ও ট্রাক ড্রাইভার। জাপান সরকার জানিয়ে এই ক‍্যাটাগরিতে তারা বিদেশী ড্রাইভারদের মিডিয়াম ও লং রেইঞ্জ ভিসা দেবে। মানে পাঁচ থেকে আরো বেশি বছরের ভিসা। 

তবে ড্রাইভারদের জাপানী ভাষা যোগাযোগ ও কথপোকথের দক্ষতা লাগবে। লাগবে গাড়ি চালানোর দক্ষতাও। জাপানের ড্রাইভিং এ ক্লাস-টু লাইসেন্স পেতে হবে। দেশ থেকে ভালোভাবে ড্রাইভিও শিখে নিলে, জাপানে ক্লাস টু ড্রাইভিং পরীক্ষায় পাস করা তেমন কঠিন নয়। সাথে শিখতে হবে জাপানীজ রীতি নীতিও। 

ফলে বাংলাদেশের তরুণরা এই সুযোগ কাজে লাগাতে পারে। জাপানী ভাষা শিক্ষা, ড্রাইভিং দক্ষতা অর্জন করে যেতে পারেন জাপানে। 

সরকারি তথ‍্য মতে ২০১০ সালে জাপানে ৪লাখ টেক্সি ডাইভার ছিলো। কিন্তু ২০২২ সালে এসে তা কমে দাঁড়িয়েছে ২লাখ ৪০ হাজারে। মানে প্রায় ৪০% ড্রাইভার কমে গেছে জাপানে। ফলে ড্রাইভার সংকটের কারণে স্বাভাবিক কার্যক্রম বিশেষ করে ট‍্যুরিস্টদের চলাচলে ড্রাইভার সংকটে পড়েছে দেশটি। 

নিচের লিংকে গিয়ে আরো খোঁজ নিতে যোগাযোগ করতে পারেন, জাপান দূতাবাস বা বাংলাদেশের প্রবাসী কল‍্যাণ মন্ত্রণালয়ের হেল্প ডেস্কে। জানতে পারেন, কোথায় শেখা যায় জাপানী ভাষা আর ড্রাইভিং। 

https://www. bd.emb-japan.go.jp/itpr_en/ssw/overview/#a15

https://www. youtube.com/watch?v=yhVjAGlEFIY

https://japannews .yomiuri.co.jp/business/companies/20241006-215108/

Logo