Logo
×

Follow Us

এশিয়া

সিঙ্গাপুর প্রবাসীদের ভরসা এখন বাংলাদেশি প্রকৌশলীর 'হোমটাউন' অ্যাপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৩:০২

সিঙ্গাপুর প্রবাসীদের ভরসা এখন বাংলাদেশি প্রকৌশলীর 'হোমটাউন' অ্যাপ

সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের জন্য সহজ ও সাশ্রয়ী টিকিট কাটার এবং রেমিট্যান্স পাঠানোর সমাধান হয়ে উঠেছে 'হোমটাউন' অ্যাপ। অ্যাপটি তৈরি করেছেন বাংলাদেশি প্রকৌশলী ও উদ্যোক্তা রিদওয়ান হাফিজ। তাঁর প্রতিষ্ঠিত সফল স্টার্টআপ 'গো যায়ান'-এর উদ্যোগে ২০২২ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে এই অ্যাপ।

নেত্রকোনার মাহবুব আলম একদিন কাজ শেষে অসুস্থ মায়ের খবর পেয়ে অ্যাপটির সাহায্যে দ্রুত দেশে ফিরতে পারেন। কুমিল্লার সাইফুল ইসলাম হোমটাউনের মাধ্যমে মাত্র ১৫ মিনিটে পাঁচ লাখ টাকা বাড়িতে পাঠিয়ে স্বপ্নের জমি কিনে ফেলেন। এমন বহু প্রবাসীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে এই অ্যাপ।

রিদওয়ান জানান, আন্তর্জাতিক ফ্লাইটের ৬০ শতাংশ টিকিট কেনেন প্রবাসীরা। কিন্তু দালাল, ভাষাগত সমস্যা, অনলাইন ঝুঁকি ও অতিরিক্ত খরচের কারণে তারা প্রায়ই প্রতারণার শিকার হন। গবেষণায় দেখা গেছে, ৩২ শতাংশ অভিবাসী অন্তত একবার টিকিট কিনে ঠকেছেন এবং অনেকে বাজারদরের চেয়ে ২০ শতাংশ বেশি মূল্য পরিশোধ করেন।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি হয় ‘হোমটাউন’। বাংলা ভাষায় ইন্টারফেস, ব্যবহারকারী বান্ধব গাইডলাইন, সহজ পেমেন্ট ও দ্রুত সেবা নিশ্চিত করে এটি। টিকিট কেনা থেকে শুরু করে রেমিট্যান্স পাঠানো পর্যন্ত সব কাজ হয় ঘরে বসেই, কেবল তিন মিনিটেই।

২০২৩ সালের নভেম্বর থেকে হোমটাউন রেমিট্যান্স সেবা যুক্ত করে। বর্তমানে অ্যাপটির মাধ্যমে প্রতি মাসে ৮ মিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠানো হয় এবং এটি সিঙ্গাপুর-বাংলাদেশ ফ্লাইটের ৩৮ শতাংশ বাজার দখল করেছে। সার্ভিস চার্জ মাত্র ৩ সিঙ্গাপুর ডলার, যা অন্যান্য মাধ্যমের তুলনায় অনেক সাশ্রয়ী।

রিদওয়ান বলেন, “আমরা প্রবাসীদের কথা শুনেই প্রযুক্তিগত সমাধান দিয়েছি। এখন হোমটাউন শুধু একটি অ্যাপ নয়, প্রবাসীদের জীবনের অংশ।”

সিঙ্গাপুরে সফলতা অর্জনের পর এখন মালয়েশিয়া ও সৌদি আরবে সেবা সম্প্রসারণে কাজ করছে হোমটাউন।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো

Logo