মালয়েশিয়ায় বাধ্য শ্রমের প্রতিকারে কী মামলা করা যায়?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২২:২২

মালয়েশিয়ায় বাধ্য শ্রম বা জোর করে কাজ করানোর অভিযোগে ব্রিটিশ কোম্পানি ডাইসনের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছেন বাংলাদেশি শ্রমিকরা। ১৩ ডিসেম্বর, ২০২৪ যুক্তরাজ্যের আপিল আদালত এই মামলা করার অনুমতি দেয়, যা শনিবার রয়টার্সের বরাতে মালয়েশিয়ার স্ট্রেট টাইমস জানিয়েছে। ফলে, শ্রমে বা কাজ করাতে বাধ্য করলে, মামলা করতে পারবেন শ্রমিকরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও নেপালের ২৪ জন শ্রমিক মালয়েশিয়ায় ডাইসনের সরবরাহকারী প্রতিষ্ঠান এটিএ ইন্ডাস্ট্রিয়ালে কাজ করার সময় জোরপূর্বক শ্রম, বেতন থেকে অবৈধ অর্থ কাটাসহ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই শ্রমিকরা লন্ডনের আদালতে ডাইসন টেকনোলজি লিমিটেড, ডাইসন লিমিটেড এবং মালয়েশিয়ান সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন।
২০২১ সালে ডাইসন এটিএ ইন্ডাস্ট্রিয়ালের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করেছিল। তবে, প্রতিষ্ঠানটি শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে বলেছে, মামলা মালয়েশিয়ায় হওয়া উচিত। কিন্তু আপিল আদালত তাদের লিখিত রায়ে জানিয়েছেন, মামলার শুনানির জন্য লন্ডনই উপযুক্ত স্থান।
এই রায় শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ এক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করবে।
তথ্যসূত্র: দৈনিক জনকন্ঠ