Logo
×

Follow Us

বিশ্ব

দেশে দেশে প্রবাসীদের ঈদ উদযাপন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১৭:১৪

দেশে দেশে প্রবাসীদের ঈদ উদযাপন

সংবাদের অডিও শুনতে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। স্থানীয়দের পাশাপাশি এই উদযাপনে সমানভাবে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দেশটির প্রায় ৩ হাজারেরও বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মুসলিম আমেরিকানদের কর্মস্থলে ছুটির প্রয়োজন হয়নি, পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকায় শিক্ষার্থীরাও নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পেরেছেন। প্রবাসী বাংলাদেশি মুসলিমদের ঘরে ঘরে ঈদের বিশেষ আয়োজন লক্ষ্য করা গেছে। তবে অভিবাসন মর্যাদার অভাবে কিছু প্রবাসী ঈদের জামাতে অংশ নিতে পারেননি।

কানাডা

কানাডায় প্রবাসীদের ঈদ আছে, তবে দেশের সবাইকে নিয়ে ঈদ উদযাপনের মতো আনন্দ সেখানে নেই। বরং প্রিয়জন ছাড়া ঈদের সময় একধরনের বিষাদ কাজ করে। পরিবার-আত্মীয়স্বজন থেকে দূরে থেকে অনেক অপ্রাপ্তি নিয়েই ক্যালগেরি, অটোয়া, টরেন্টো, মন্ট্রিলসহ কানাডাজুড়ে বর্ণাঢ্য আয়োজনে ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। এবারের ঈদের দিন কর্মদিবস না হওয়ায় প্রবাসীরা খুব ভোরে নতুন পোশাক পরে আগেভাগে বের হয়ে পড়েন ঈদের নামাজ আদায় করতে। এরপর শুরু হয় আলাপচারিতা আর বাঙালির চিরাচরিত আড্ডা। ফাঁকে ফাঁকে দেশে প্রিয়জনদের সাথে মুঠোফোনে চলে শুভেচ্ছা বিনিময়।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় এবারো দুই দিন পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে।  সোমবার (৩১ মার্চ) অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলের ঘোষণা অনুযায়ী দেশটির প্রবাসী বাংলাদেশিসহ অধিকাংশ মুসলমান ঈদ উদ্‌যাপন করেছেন। তবে মুনসাইটিং অস্ট্রেলিয়ার চাঁদ দেখা কমিটি রোববার রাত পর্যন্ত আকাশে চাঁদ দেখতে না পেয়ে মঙ্গলবার (১ এপ্রিল) ঈদ উদ্‌যাপনের সিদ্ধান্ত জানিয়েছে। সোমবার সকালে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন ও পার্থের প্রধান ঈদগাহ ও মসজিদগুলোয় বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

কুয়েত

কুয়েতের মসজিদ আল কবিরে নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১০ হাজার মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেছেন। এবার দেশটির প্রায় ২২টি স্থানে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলায় খুতবা দেয়া হয়েছে। নামাজ পড়িয়েছেন বাংলাদেশি খতিব। এবার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কুয়েত সিটির ফুদাল্লা মসজিদ, ফারওয়ানিয়া ও হাসাবিয়ায়। এছাড়া অফরা, আবদালি, মাহবুল্লাহ ও রিগাইসহ বাংলাদেশি অধ্যুষিত এলাকায় একাধিক মসজিদে ও উন্মুক্ত ময়দানে ঈদের জামাত আদায়ের সুযোগ পান প্রবাসীরা।

ইতালি

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রোববার (৩০ মার্চ) প্রবাসী মুসলমানরা আনন্দ ও উৎসবে মেতে ওঠেন। ইতালির রোম, ভেনিস, ভিচেন্সা, মিলান, তুরিনো, নাপোলি, বলোনিয়া, ফ্লোরেন্সসহ বিভিন্ন শহরে ইসলামিক সেন্টার ও উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। রোমের কেন্দ্রীয় ঈদগাহে হাজারো মুসল্লি সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। ভিচেন্সায় মসজিদ প্রাঙ্গণে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দোয়া ও মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

ফিনল্যান্ড

ফিনল্যান্ডের প্রবাসী মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে। রাজধানী হেলসিংকির ভানতা কামপো স্পোর্টস সেন্টারে বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে ঈদের দুটি প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দিনে প্রবাসীরা একত্রিত হয়ে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশাজীবী।

ডেনমার্ক

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহের মধ্য দিয়ে উদযাপন করছেন ঈদুল ফিতর। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে এখানকার অধিকাংশ ঈদের জামাত মাঠের পরিবর্তে মসজিদে অনুষ্ঠিত হয়। বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য ঈদ জামাতের মধ্যে বায়তুল মোকাররম জামে মসজিদে ৪টি, দারুল আরকাম সেন্টারে ২টি এবং হামাদ বিন খালিফা সিভিলাইজেশন সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সাইপ্রাস

আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে সাইপ্রাসেও ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ায় ফুটবল স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শরণার্থী, শ্রমিক, শিক্ষার্থী মিলিয়ে ১০ হাজারেরও বেশি মানুষ অংশ নেয়। নামাজ শেষে বিভিন্ন দেশের লোকজন তাদের নিজ নিজ রীতি অনুযায়ী কুশল বিনিময় করেন। নামাজে আগত সবচেয়ে বেশি মুসল্লি সিরিয়া ও ফিলিস্তিনের নাগরিক। সাইপ্রাসে মোট অভিবাসীর ৮০ ভাগেরও বেশি সিরিয়া ও ফিলিস্তিন থেকে আসা। তারা এ দেশে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে।

স্পেন

আনন্দ-উৎসব আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইউরোপের অন্য দেশের মতো স্পেনেও ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। স্পেনে বসবাসরত প্রবাসী মুসলিম বাংলাদেশিরা তাদের প্রধান এ ধর্মীয় উৎসব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনা, কানারিয়া দ্বীপপুঞ্জের টেনেরিফসহ স্পেনের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায়, একে অপরের বাসায় গিয়ে ঈদের কুশলাদি বিনিময় করেন। ঈদের দিন রোববার ছুটির দিন হওয়ায় স্পেনে স্কুল-কলেজ বন্ধ ছিল। তাই শিশু-কিশোরদের মধ্যেও ছিল বাড়তি ঈদ আনন্দ।

ভারত

ভারতসহ পশ্চিমবঙ্গে পালিত হয়েছে ঈদুল ফিতর। এ উপলক্ষে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাতে শামিল হন ধর্মপ্রাণ মুসলিমরা। সকাল সাড়ে ৯টার দিকে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় কলকাতার রেড রোডে। নামাজে ইমামতি করে কাজি ফজলুর রহমান। লাখো মুসল্লি এতে অংশ নেন। এছাড়া নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস, ময়দান, খিদিরপুরসহ রাজ্যের অসংখ্য মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে ঈদের নামাজ শুরুর আগেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দাবি করে কলকাতায় সংহতি মিছিলে অংশ নেন মুসল্লিরা। হাতে ব্যানার এবং স্লোগানে স্লোগানে মুখর ছিল মিছিলটি। বিশাল মিছিল নিয়ে কলকাতার রেড রোডে প্রবেশ করেন মুসল্লিরা। বড়দের পাশাপাশি অনেক বাচ্চারাও সেই মিছিলে শামিল হয়।

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট

Logo