Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় ঈদের দিনেও নথিছাড়া অভিবাসীরা নজরদারিতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১২:১৬

মালয়েশিয়ায় ঈদের দিনেও নথিছাড়া অভিবাসীরা নজরদারিতে

ঈদের ছুটিতে কুয়ালালামপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নথিবিহীন অভিবাসীদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। কেএলসিসি, জালান সিলাং, কোতারায়া, বুকিত বিনতাং ও চৌকিতসহ বেশ কয়েকটি এলাকায় বিশেষ টহল পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন।

৩১ মার্চ কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেছেন, ইমিগ্রেশনের কর্মীরা রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে সর্বদা প্রস্তুত। প্রয়োগমূলক ব্যবস্থার পাশাপাশি টহল কার্যক্রম ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। এটি শুধু জনসাধারণের নিরাপত্তা বাড়াতে নয় বরং অবৈধ অভিবাসীদের শনাক্ত করতেও সহায়ক হবে।

কেএলসিসি এলাকায় ইমিগ্রেশন বিভাগের পর্যবেক্ষণে দেখা গেছে, বিদেশি নাগরিকদের উপস্থিতি অন্যান্য বছরের তুলনায় তুলনামূলক কম হলেও বিশেষ কিছু এলাকায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো।

ডিরেক্টর বলেছেন, অভিযানে ৬০৯ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩৫ জন বাংলাদেশি, ১২৭ জন ইন্দোনেশিয়ান, ৮৮ জন ভারতীয়, ৩৮ জন চীনা এবং ২১ জন ফরাসি, দক্ষিণ কোরিয়ান ও ব্রিটিশ নাগরিক রয়েছেন। তবে এই অভিযান শুধু বিদেশিদের বিতাড়নের উদ্দেশ্যে নয়, বরং এটি বিশেষভাবে লক্ষ্য করছে যাদের বৈধ ভ্রমণনথি নেই এবং যারা অভিবাসন আইন লঙ্ঘন করছেন। অবৈধ বিদেশি কর্মী নিয়োগে জড়িত নিয়োগকর্তারাও নজরদারির আওতায় রয়েছেন।

অভিযান চলার সময় বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বেড়েছে, যা জনসাধারণের মধ্যে নিরাপত্তার অনুভূতি জোরদার করেছে। এ অভিযানে কাগজপত্র যাচাইয়ের পর কাউকে আটক করা হয়েছে কিনা, তা জানায়নি মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর

Logo