Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

এগ্রিকালচার ভিসায় কী অস্ট্রেলিয়ায় যাবার সুযোগ আছে?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫

এগ্রিকালচার ভিসায় কী অস্ট্রেলিয়ায় যাবার সুযোগ আছে?

অগ্রিকালচার ভিসায় অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রলোভন দেখিয়ে ঠকাচ্ছে কিছু অসাধু ট্রাভেল এজেন্সি।

অগ্রিকালচার ভিসায় অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রলোভন দেশের গ্রামেগঞ্জে শহরে। হুমড়ি খাচ্ছেন দেশের নানান প্রান্তের  মানুষ।ইন্টারনেটে নানান সাইটে তার বিজ্ঞাপনও দেখা যায় হরহামেশা।


লাখ লাখ টাকা খরচ করে অনেকে সেই ভিসা নিচ্ছেন। দেশের কিছু অসাধু ট্রাভেল এজেন্সি ও মাইগ্রেশন ফার্ম সেই ভিসা পেতে সহজ সরল গ্রামের মানুষদের ঠকাচ্ছেন। যারা এমন ভিসা নিচ্ছেন বা হাতে পাচ্ছেন তাদের নিয়ে যাওয়া হচ্ছে ইন্দোনেশিয়ায়।যেহেতু ইন্দোনেশিয়ায় বাংলাদেশীদের অন এরাইভাল ভিসা কার্যকর আছে সেহেতু দেশটিতে ঢুকে পড়েন বাংলাদেশীরা। তারপর পড়েন দালালদের খপ্পরে। দালালরা নৌকায় করে অসংখ‍্য বাংলাদেশীদের নিয়ে ঢুকে পরার চেষ্টা করে অস্ট্রেলিয়ার মূল ভূখন্ডে।তাদের সবারই স্থান হচ্ছে জেলখানায়। তাও অস্ট্রেলিয়ার মূল ভূখন্ডে নয়, দূরের কোন দ্বীপ দেশে।


অস্ট্রেলিয়ার ফার্মিং বা এগ্রিকালচারাল ভিসা যেভাবে জাল হয়ঃ


এবছরের একটা সময় যখন কৃষিকাজে বা ফার্মে ফল ফসল তোলার মৌসুম শুরু হয় তখন অস্ট্রেলিয়ায় বিদেশী কৃষি শ্রমিকের দরকার হয়। 


এই ভিসা এ্যাপ্লিকেশনের সময় আবেদনকারীর নাম, জন্ম তারিখসহ বেসিক কিছু ঘর পূরণ করতে হয়। নাগরিকত্বের ঘরটি পূরণের বেলায় দেশীয় জালিয়াত এজেন্টগুলো সেটি বাংলাদেশের বদলে হয় কানাডা নয় যুক্তরাজ্য দিয়ে দেয়।এই আবেদনের সময় আবেদনকারীর পাসপোর্টের কোন ছবি দিতে হয় না। আর সুযোগটিই কাজে লাগায় দেশীয় জালিয়াত চক্র। ফলে ভিসা হয়ে যায় আবেদনকারীর। কিন্তু সেই ভিসায় অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব হয় না। কারণ কৃষি বা ফার্মিং কাজে দক্ষিণ এশিয়ার কোনো দেশ থেকে শ্রমিক নেয় না অস্ট্রেলিয়া। 


এই জালিয়াতি ভিসা করাতে ভুয়া এজেন্টরা সাধারণ মানুষের কাছে ১০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। এই সামান্য জালিয়াতি ধরতে পারেন না বলে নিঃস্ব হন গ্রামের সাধারণ মানুষ। ভুয়া ভিসায় প্রবাসে গিয়ে তাদের জীবন বিপন্ন হয়ে পড়ে। 


আসলে এগ্রিকালচারাল ভিসায় বাংলাদেশীদের অস্ট্রেলিয়ায় যাবার সুযোগ নেই। একেবারেই নেই। অস্ট্রেলিয়ায় এই ভিসাটি কেবল দেশটির কাছের  নাউরু, ভানুয়াতু, ফিজির পলিনেশিয়ার কিছু দ্বীপ দেশের অভিবাসীদের জন‍্য। তাও আবার বছরের ছয় মাসের জন‍্য। এর বাইরের কোন দেশের মানুষের জন‍্য এই ভিসার কার্যকারিতা নেই। তাই ভিসা নিয়ে বাংলাদেশী, ভারতীয় কিংবা পাকিস্তানসহ এশিয়ার কোন দেশের নাগরিকদের অস্ট্রেলিয়ার ঢোকার কোন অনুমতি নেই।


গেল জুলাইতে অস্ট্রেলিয়া সরকারের তরফে জানানো হয়েছে, ইন্দোনেশিয়া থেকে একটি নৌকায় করে ৪০ জন বাংলাদেশী অস্ট্রেলিয়ায় প্রবেশ করে। যারা সম্ভবত এই একই ভিসায় অস্ট্রেলিয়ায় ঢোকার চেষ্টা করে। অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্স সেই অভিযাত্রীদের আটক করে নিয়ে নাউরু দ্বীপে ফেলে আসে। 


এমন ভিসা নিয়ে কেউ যেন অস্ট্রেলিয়ায় আসার চেষ্টা না করেন সেজন‍্য অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাস সতর্কতা জারি করেছে। এ ভিসা প্রতারক চক্র থেকে হুশিয়ার থাকতেও পরামর্শ দিয়েছে দূতাবাস। 


আবার অনেকে মনে মনে ভাবেন অস্ট্রেলিয়ায় ভিজিটর ভিসায় গিয়ে যদি থেকে যাওয়া যায়! যদি কাজের সুযোগ পাওয়া যায়। কিন্তু জেনে রাখুন অস্ট্রেলিয়ায় ঘুরতে এসে থেকে যাবার সুযোগ নেই। এটা বাস্তবসম্মতও নয়। 


মোহাম্মাদ শেখ, 

ইমিগ্রেশন কনসালটেন্ট ও প্রোপার্টি লইয়ার

মেলবোর্ন, অস্ট্রেলিয়া


Mohammed Sheikh

Email: Info@fastsettle.com.au

Logo