শিক্ষকরা গ্রিন লিস্টে
নিউজিল্যান্ডে স্থায়ী হবার সুযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:১৪

নিউজিল্যান্ডে শিক্ষক- বিশেষত প্রাথমিক স্কুলে চাকরির চাহিদা তৈরি হয়েছে। দেশটি এখন দেশের ভেতর তো বটেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যোগ্য, দক্ষ শিক্ষকদের স্কুলের চাকরিতে উৎসাহিত করছে। শিক্ষকরা নিউজিল্যান্ডের সবুজ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ফলে রেসিডেন্ট পারমিটের জন্য অন্য দেশের শিক্ষকদেরও আবেদন করার সুযোগ তৈরি হয়েছে।
তাহলে কোন কোন সাবজেক্টের শিক্ষকদের চাহিদা বেশি?
সবচেয়ে বেশি চাহিদা বিজ্ঞান, প্রযুক্তি ও গণিত বিষয়ের শিক্ষকদের। প্রাথমিক স্তরের শিক্ষকদের আলাদা কোন সাবজেক্টে বিশেষজ্ঞ হবার প্রয়োজন পড়ে না। বিপুল চাহিদা থাকায় বিদেশী শিক্ষকদের নিয়োগ দেয়া হচ্ছে।
সেক্ষেত্রে শিক্ষকদের কী কী যোগ্যতা থাকতে হবে?
নিউজিল্যান্ডে বিদেশি শিক্ষকদের জন্য যোগ্যতার কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যেমন:
এক. শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বা Bachelor of Education বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
দুই: বিষয়ভিত্তিক দক্ষতা: গণিত, বিজ্ঞান, প্রযুক্তি ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এসব সাবজেক্টের ভালো শিক্ষকদের চাহিদা সারা বিশ্বেই বেশি। নিউজিল্যান্ডও ব্যাতিক্রম নয়।
তিন: শিক্ষক নিবন্ধন: Teaching Council of Aotearoa New Zealand-এর অনুমোদন নিতে হবে। এই নিবন্ধনের জন্য আবেদনপত্র, শিক্ষা সংক্রান্ত নথি ও কাজের অভিজ্ঞতার প্রমাণ দিতে হয়।
চার: কাজের অভিজ্ঞতা: অন্তত ২-৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতার প্রমাণ হিসেবে চাকরির চিঠি, সিলেবাস পরিকল্পনা এবং সুপারভাইজার বা স্কুলের প্রধান শিক্ষকের সুপারিশপত্র থাকতে হবে।
পাঁচ: ভাষা দক্ষতা: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে পিআর পেতে যে কাজেই আপনি আবেদন করুন না কেন ইংরেজি ভাষায় দক্ষতা লাগবেই। আর তা প্রমাণের জন্য IELTS বা TOEFL বা পিটিই স্কোর লাগে। শিক্ষক হিসেবে আবেদনের বেলায় সাধারণত IELTS-এ প্রতি বিভাগে ন্যূনতম ৭.০ স্কোর প্রয়োজন।
ছয়: চাকরির প্রস্তাব বা Job Offer: নিউজিল্যান্ডের স্বীকৃত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাকরির অফার থাকতে হবে। আপনি নিউজিল্যান্ডের স্কুলগুলোর ওয়েবসাইট অথবা নিয়োগ প্ল্যাটফর্মে (যেমন: Seek, Education Gazette) গিয়ে আবেদন করতে পারেন।
সাত: ভিসা এবং অভিবাসন অনুমোদন: Accredited Employer Work Visa অথবা Skilled Migrant Category Visa-এর জন্য আবেদন করতে হবে। প্রাথমিক স্কুলে শিক্ষক পেশা নিউজিল্যান্ডের Green List-এ অন্তর্ভুক্ত, তাই পিআর বা স্থায়ীভাবে দেশটিতে বসবাসের পথ খোলা।আবেদনকারীরা নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।
আট: পুলিশ ক্লিয়ারেন্স এবং স্বাস্থ্য পরীক্ষা: শারীরিকভাবে ফিট থাকতে হবে। বিশেষ বিশেষ রোগ থাকা যাবে না যেমন যক্ষা। তাছাড়া, দেশে বা নিউজিল্যান্ডে কোন মামলা থাকলে, আবেদন করা যায় না। আবেদন করলেও তা বাতিল হবার সম্ভাবনা থেকে যায়।
বাংলাদেশিদের জন্য বিশেষ টিপস:
নিউজিল্যান্ডের স্কুল ও কলেজগুলোর ওয়েবসাইট ঘেঁটে খালি পদের বিজ্ঞাপন দেখতে থাকুন। তারা কী কী ধরনের যোগ্যতা চাইছে তা দেখে দক্ষতা বাড়িয়ে নিজের প্রোফাইল ভারি করতে পারেন।
LinkedIn প্রোফাইল আপডেট করুন এবং নিউজিল্যান্ডের শিক্ষাবিষয়ক গ্রুপে সংযুক্ত হোন। IELTS প্রস্তুতিতে সময় দিন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ্যতা।
নিউজিল্যান্ডে কর্মরত বাংলাদেশি শিক্ষকদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। নির্ভরযোগ্য মাইগ্রেশন এজেন্টের সহযোগিতা পরামর্শ নিতে পারেন।
যেহেতু প্রাথমিক স্কুল শিক্ষক পেশা Green List-এ রয়েছে, তাই শিক্ষক পেশায় আবেদনকারীরা নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।