অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ঈদ সোমবার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১২:৪৮

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলের ঘোষণার ভিত্তিতে অস্ট্রেলিয়ায় ২০২৫ সালের ঈদুল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ সোমবার। কাউন্সিল নিশ্চিত করেছে যে শনিবার, ২৯ মার্চ স্থানীয় সময় রাত ৯:৫৭তে শাওয়াল মাসের নতুন চাঁদ উঠবে, যা ওই রাতের সূর্যাস্তের পরে ঘটবে।
পার্থ শহরে একই দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬:৫৭ এ চাঁদ উদিত হবে, যা সেখানেও সূর্যাস্তের পরের সময়।
কাউন্সিলের ব্যাখ্যা অনুযায়ী, যেহেতু উভয় শহরেই চাঁদ সূর্যাস্তের পর উদিত হবে, তাই পরবর্তী দিন শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে না।
ফলে রমজান ৩০ দিন পূর্ণ করবে এবং ৩০ মার্চ রবিবার হবে রমজানের শেষ দিন। অতএব, অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ সোমবার।
মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজানের ২৮তম দিনের সূর্যাস্তের সাথে আগামীকাল রবিবার খালি চোখে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আর ব্রুনাইয়ে ঈদুল ফিতরের প্রথম দিন হবে সোমবার। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের মতে, দেশটিতে রবিবার খালি চোখে চাঁদ দেখা যাবে।