নিউজিল্যান্ডের গোল্ডেন ভিসার নতুন নিয়ম কার্যকর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ২৩:৫৩

নিউজিল্যান্ড ১ এপ্রিল থেকে তাদের গোল্ডেন ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশটিকে আরো আকর্ষণীয় ও সহজলভ্য করবে। আগের "অ্যাক্টিভ ইনভেস্টর প্লাস" ভিসার পরিবর্তে দুটি নতুন বিনিয়োগ বিভাগ চালু করা হয়েছে- গ্রোথ এবং ব্যালান্সড।
নতুন বিনিয়োগ ক্যাটাগরি ও শর্তাবলি
গ্রোথ ক্যাটাগরি
ন্যূনতম বিনিয়োগ: NZD ৫ মিলিয়ন (৩ বছরের জন্য)
বিনিয়োগের ধরন: উচ্চ-ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, সরাসরি নিউজিল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে হবে।
দেশে থাকার শর্ত: ৩ বছরের বিনিয়োগ মেয়াদে কমপক্ষে ২১ দিন নিউজিল্যান্ডে থাকতে হবে।
ব্যালান্সড ক্যাটাগরি
ন্যূনতম বিনিয়োগ: NZD ১০ মিলিয়ন (৫ বছরের জন্য)
বিনিয়োগের ধরন: মিশ্র বিনিয়োগ, যার মধ্যে বন্ড ও সম্পত্তি অন্তর্ভুক্ত। সম্পত্তির বিনিয়োগ শুধু নতুন আবাসন প্রকল্প বা নতুন/বিদ্যমান বাণিজ্যিক ও শিল্প উন্নয়ন প্রকল্পের জন্য অনুমোদিত।
দেশে থাকার শর্ত: নির্দিষ্ট সময়সীমার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
নতুন নীতির প্রধান পরিবর্তনগুলো
বিনিয়োগকারীদের ৬ মাসের মধ্যে সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করতে হবে। প্রয়োজনে একবারের জন্য ৬ মাসের অতিরিক্ত সময় চাওয়া যাবে।
আগের ইংরেজি ভাষার যোগ্যতা পরীক্ষা (যা ২০২২ সালে চালু হয়েছিল) বাতিল করা হয়েছে।
আগের ইনভেস্টর ১ ও ইনভেস্টর ২ ভিসা ক্যাটাগরি বাদ দিয়ে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।
এই পরিবর্তনের ফলে নিউজিল্যান্ডের বিনিয়োগভিত্তিক অভিবাসন আরো আকর্ষণীয় হবে এবং দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স