অস্ট্রেলিয়ার ভিসা নীতিতে যে পরিবর্তনগুলো আসছে ২০২৫ সালে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১১:৫২

২০২৫ সাল থেকে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ব্যবস্থায় আসছে ব্যাপক পরিবর্তন। নতুন ভিসা ক্যাটাগরি, দ্রুততর পার্মানেন্ট রেসিডেন্সি (PR) প্রক্রিয়া এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কঠোর নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশটি। এই উদ্যোগগুলোর লক্ষ্য হলো একটি দক্ষ, টেকসই ও ন্যায্য অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা।
অস্ট্রেলিয়ান সরকারের প্রকাশিত “Australian Citizenship Administration Programs Document 2025” অনুযায়ী, এসব পরিবর্তন ২০২৫ সালের শুরু থেকেই কার্যকর হবে।
মূল পরিবর্তনগুলো একনজরে
নতুন ভিসা ক্যাটাগরি:
ন্যাশনাল ইনোভেশন ভিসা (NIV):
গ্লোবাল ট্যালেন্ট ভিসার পরিবর্তে চালু হচ্ছে NIV, যা প্রযুক্তি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য শক্তি খাতে ব্যতিক্রমী দক্ষতা সম্পন্নদের জন্য সরাসরি PR-এর সুযোগ এনে দিচ্ছে।
স্কিলস ইন ডিমান্ড (SID) ভিসা:
পুরনো TSS ভিসার জায়গায় আসছে SID ভিসা। এতে থাকছে তিনটি স্ট্রিম:
- Specialist Skills Stream
- Core Skills Stream
- Essential Skills Stream (শিগগিরই চালু)
ফ্রিকোয়েন্ট ট্রাভেলার ও বিজনেস ভিসা:
ASEAN ও টিমোর-লেস্তে নাগরিকদের জন্য চালু হয়েছে ১০ বছর মেয়াদি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার ভিসা এবং ৫ বছর মেয়াদি বিজনেস ভিসা।
আঞ্চলিক অভিবাসনে অগ্রাধিকার
রিজিওনাল এলাকায় অভিবাসন উৎসাহিত করতে সরকার ২০২৪–২৫ অর্থবছরে ৩৩ হাজার রিজিওনাল ভিসার কোটা বরাদ্দ করেছে। Ministerial Direction No. 105 অনুযায়ী রিজিওনাল স্পন্সরের ভিসা আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াকরণ করা হবে।
দ্রুত PR-এর সুযোগ
SID ভিসাধারীরা ২ বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা নিয়ে Employer Nomination Scheme (ENS) এর মাধ্যমে PR-এর আবেদন করতে পারবেন।
Core Skills Occupation List (CSOL)-এ এখন ৪৫৬টি পেশা অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে স্বাস্থ্য, শিক্ষা, নির্মাণ ও তথ্যপ্রযুক্তি খাত।
শিক্ষার্থীদের জন্য নতুন নিয়মাবলি (জানুয়ারি ২০২৫ থেকে):
Genuine Student Requirement (GSR): শিক্ষার্থীদের অবশ্যই প্রমাণ করতে হবে তারা সত্যিকার অর্থে পড়াশোনার উদ্দেশ্যে আবেদন করছেন।
ইংরেজি ভাষার উপর কড়া মানদণ্ড।
Confirmation of Enrolment (CoE) আবেদনকালে আবশ্যক।
Ministerial Direction 111 অনুযায়ী অফশোর শিক্ষার্থী আবেদনগুলোর প্রাধান্য ভিত্তিতে প্রক্রিয়া।
নাগরিকত্বে নতুন গতি
- নাগরিকত্বের আবেদন এখন আরও দ্রুত সিদ্ধান্তের আওতায় আসবে।
- ডিজিটাল আবেদন প্রক্রিয়া চালু করা হয়েছে।
- নতুন নাগরিকদের সামাজিকভাবে যুক্ত করার উপর গুরুত্ব দেওয়া হবে।
নেট ওভারসিজ মাইগ্রেশন (NOM):
অস্ট্রেলিয়া সরকার আশা করছে ২০২৭-২৮ সালের মধ্যে বছরে Net Overseas Migration কমে দাঁড়াবে ২ লাখ ২৫ হাজার জনে। এর ফলে ভিসা আবেদন প্রক্রিয়া দ্রুত হবে এবং হাউজিং ও অবকাঠামোর উপর চাপ কমবে।
অস্ট্রেলিয়া ২০২৫ সাল থেকে অভিবাসনের দিক পরিবর্তন করছে। দক্ষ কর্মী, আন্তরিক শিক্ষার্থী ও আঞ্চলিক উন্নয়নে আগ্রহীদের জন্য এটি হতে চলেছে এক সুবর্ণ সুযোগ। যারা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে চান, তাদের জন্য এখনই প্রস্তুতি নেয়ার উপযুক্ত সময়।
তথ্যসূত্র: ট্রাভেলোবিজ