Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশে কমেছে বাংলাদেশের ক্রেডিট কার্ডের ব্যবহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১০:২১

বিদেশে কমেছে বাংলাদেশের ক্রেডিট কার্ডের ব্যবহার

গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশে গণআন্দোলনের সময় থেকে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেনের যে নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছিল, তার আরো অবনতি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ৭৩ দশমিক ১৫ শতাংশ কম লেনদেন নিয়ে ভারত নেমে গেছে ষষ্ঠ স্থানে। যথারীতি যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। তারপরেই রয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও যুক্তরাজ্য।

ক্রেডিট কার্ডে লেনদেনের তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক ‘অ্যান ওভারভিউ অব ক্রেডিট কার্ড ইউসেজ প্যাটার্ন উইদিন অ্যান্ড আউটসাইড বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ৩৮৩ কোটি টাকা। আর জানুয়ারি মাস শেষে ছিল ৪৪৫ কোটি টাকা। অর্থাৎ এক মাসের মধ্যে বিদেশে ১৩ দশমিক ৯৩ শতাংশ কম খরচ হয়েছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশের বাইরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছিলেন ৪৯৯ কোটি টাকা। আর চলতি বছর ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে, ৫২ কোটি টাকা। যা জানুয়ারিতে ছিল ৬৮ কোটি টাকা।

দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডে বাংলাদেশিরা খরচ করেছেন ৪৬ কোটি টাকা। জানুয়ারিতে খরচ হয়েছিল ৬৪ কোটি টাকা। বরং জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে ১ কোটি টাকা বেশি, ৩৯ কোটি টাকা খরচ করেছেন বাংলাদেশিরা। সে তুলনায় মালয়েশিয়ায় কম খরচ করেছেন। ৩০ কোটি টাকা খরচের হিসাব নিয়ে দেশটি আছে চতুর্থ অবস্থানে। অথচ জানুয়ারিতে সেখানে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচে করেছিলেন ৩৫ কোটি টাকা। ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকরা খরচ করেছেন ৩০ কোটি টাকা। জানুয়ারিতে করেছেন ৩৩ কোটি টাকা।

আর ষষ্ঠ স্থানে নেমে যাওয়া ভারতে ফেব্রুয়ারিতে বাংলাদেশি নাগরিকরা খরচ করেছেন ২৯ কোটি টাকা। আর জানুয়ারিতে খরচ করেছিলেন ৩২ কোটি। এক বছর আগেও বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে ভারতে তিন গুণের বেশি খরচ করেছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সেখানে বাংলাদেশিদের খরচ হয়েছিল ১০৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক ২০২৩ সাল থেকে ক্রেডিট কার্ডের তথ্য প্রকাশ করছে। সেখানে দেখা যায়, প্রতি মাসেই ভারতে সবচেয়ে বেশি লেনদেন করতেন বাংলাদেশিরা। এর পরের অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ২০২৪ সালের জুলাই পর্যন্ত এ অবস্থা ছিল।

গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভিসা কড়াকড়ি আরোপ করে ভারত। ফলে ভারতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। তাতে দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহারও কমে গেছে।

ফেব্রুয়ারি মাসে বিদেশিরা বাংলাদেশে এসে খরচ করেছেন ২৬৮ কোটি টাকা, যা জানুয়ারিতে ছিল ২৫২ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বিদেশি নাগরিকদের খরচ ৬ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। এ ক্ষেত্রেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকরা বাংলাদেশে খরচ করেছেন ৮৮ কোটি টাকা। এরপর যুক্তরাজ্যের নাগরিকরা ২৭ কোটি টাকা খরচ করেছেন।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটির নাগরিকরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ১৬ কোটি টাকা।

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

Logo