Logo
×

Follow Us

বাংলাদেশ

গত বছরে কোন মাসে কত নারী শ্রমিক বিদেশে গেছেন, কোন কোন দেশে গেছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৪:০০

গত বছরে কোন মাসে কত নারী শ্রমিক বিদেশে গেছেন, কোন কোন দেশে গেছে

২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৫৪,৬৯৬ জন নারী কর্মী সরকারিভাবে বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশী গিয়েছে অক্টোবর মাসে ৪,৬৫৮জন। আর দেশ হিসেবে সবচেয়ে বেশী গিয়েছে সৌদি আরব ৩৫,৫৩৮ জন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বাৎসরিক পরিসংখ্যানে উঠে আসে এই তথ্য। পরিসংখ্যানে আরো জানা যায় জানুয়ারি মাসে বিদেশ যাওয়া নারী কর্মীর সংখ্যা ৫,৭৮৯ জন, ফেব্রুয়ারিতে যায় ৬,৩০৫ জন, মার্চে ৬,০৬৫, এপ্রিলে ৩,৩৯৯, মে তে ৪,৯৮০ জন, জুনে ৩,৩৯৯, জুলাইতে ৪,৯৪৬জন, আগষ্টে ২,৭৩৫ জন, সেপ্টেম্বরে ৫,৫৯৫ জন, অক্টোবরে ৬,১৫৬ জন ও নভেম্বরে ৫,১৩৫ জন।

দেশ হিসেব সৌদি আরবের পরেই আছে জর্ডানের অবস্থান। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে যায় ১২,৪৪৫ জন। এছাড়া কাতারে যায় ২,১২৪ জন। যুক্তরাজ্যে যায় ১,৪৫৩ জন, আরব আমিরাতে যায় ১,০৩৬ জন, লেবাননে যায় ৬৮৪ জন, কুয়েতে যায় ৩৮২ জন। বাকি দেশগুলোর মধ্যে হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, লিবিয়া, ইতালি ও অন্যান্য দেশ।

তথ্যসূত্র: বিএমইটি ওয়েবসাইট 

Logo