Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের জন্য বিশেষ বীমা সেবা চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:০৭

প্রবাসীদের জন্য বিশেষ বীমা সেবা চালু

প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ বীমা সেবা চালু করেছে বাংলা ট্র্যাক গ্রুপের প্রতিষ্ঠান 'আমি প্রবাসী' ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গার্ডিয়ান প্রবাসী প্রহরী নামে এই বিমা সেবা প্রবাসীদের আর্থিক সুরক্ষা ও তাদের পরিবারের সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে।

এই বীমা সেবায় প্রবাসীদের জন্য রয়েছে বিদেশে চিকিৎসা ব্যয়ের কভারেজ, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, স্থায়ী বা আংশিক অক্ষমতার কাভারেজ, বিনামূল্যে টেলিমেডিসিন সেবা, আয়ের ক্ষতিপূরণ, মৃতদেহ দেশে পাঠানো ও দাফন খরচের ব্যবস্থা। এই সুবিধাগুলো প্রবাসী বাংলাদেশিদের মানসিক শান্তি ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে।

'আমি প্রবাসীর' গ্রুপ হেড অফ ইনোভেশন এম তানভীর সিদ্দিকি বলেন, এই উদ্যোগ প্রবাসীদের ক্ষমতায়নের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এমন একটি সল্যুশন নিয়ে এসেছি যা তাদের কাজের ক্ষেত্রে মনোযোগ বাড়াতে সহায়তা করবে।

গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম বলেন, আমাদের লক্ষ্য বীমাকে সহজলভ্য ও অর্থবহ করা। এই সেবার মাধ্যমে আমরা প্রবাসীদের এমন একটি সুরক্ষা দিতে চাই যা তাদের দেশে-বিদেশে যেকোনো জায়গায়ই নিরাপত্তার অনুভূতি দেবে।

অনুষ্ঠানে আমি প্রবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মো. শাজেদুল হক (চিফ টেকনোলজি অফিসার), আহসানুল হক (হেড অফ বিজনেস অপারেশনস), সায়েম আহমেদ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট) ও মো. সাইফ-উল-আলম (কমিউনিকেশন লিড)।

গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল হালিম (এসভিপি এবং হেড অফ মাইক্রো ইন্স্যুরেন্স), মো. জালাল উদ্দিন (ম্যানেজার, মাইক্রো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট), নওশিন নাহার হক (এভিপি, মাইক্রো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট) ও শরমিন আক্তার শাওন (বিজনেস রিলেশনশিপ ম্যানেজার, মাইক্রো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট)।


তথ্যসূত্র: দৈনিক বণিক বার্তা ১২.০১.২০২৫

Logo