ঢাবির সাথে শিক্ষা ও গবেষণা বিষয়ে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা বিষয়ে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বিশেষজ্ঞ
ড. আলবার্ট জেমস আর্নল্ড জুনিয়র। ১৪ জানুয়ারি তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস
চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক
ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ কয়েকজন শিক্ষক উপস্থিত
ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ‘ম্যাক্সিমাইজিং এক্রিডিটেশন স্কোপ
অ্যান্ড র্যাঙ্কিং পটেনশিয়াল' শীর্ষক একটি প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা
করেন।
যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বিশেষজ্ঞ এই
প্রকল্পের অধীনে আন্তর্জাতিক র্যাঙ্কিং, আত্ম-মূল্যায়ন ও গবেষণা ডকুমেন্টেশনসহ বিভিন্ন
বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকদের নির্দেশনা প্রদান করবেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা
বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর
আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।
তথ্যসূত্র: দৈনিক কালবেলা – ১৫.০১.২০২৫