Logo
×

Follow Us

বাংলাদেশ

মার্শা বার্ণিকাটকে সরিয়ে কি বার্তা দিলেন ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৮:২৬

মার্শা বার্ণিকাটকে সরিয়ে  কি বার্তা দিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই চাপে বাংলাদেশ। ট্রাম্পের শপথের আগে বাংলাদেশের বিষয়ে যাবতীয় খুঁটিনাটি যিনি দেখতেন, সেই মার্কিন কুটনৈতিক মার্শা বার্নিকাটকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রথমে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনার দেশত্যাগ। তিনদিনের মাথায় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন।আর সেই সরকারের মাথায় ড. মোহাম্মদ ইউনূসের বসা। এর পিছনে নাকি অবদান রয়েছে এক মার্কিন কূটনীতিকের।আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প বসার আগেই মার্শা বার্নিকাট নামে ওই মার্কিন কূটনীতিককে পদ ছাড়ার নির্দেশ দিয়েছে ট্রাম্পের টিম।

জানা গেছ, বাংলাদেশের বিষয়ে যাবতীয় খুঁটিনাটি দেখতেন মার্কিন কুটনৈতিক মার্শা বার্নিকাট। মার্কিন প্রশাসনের সঙ্গে ইউনূস সরকারের সমন্বয়ের কাজ করতেন তিনি। তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় ইউনূস প্রশাসন বিপাকে পড়তে চলেছে বলে মনে করছে কিছু কিছু কূটনৈতিক মহল।

হাসিনা বিরোধী মার্কিন তৎপরতার পিছনে এই মার্শা বার্নিকাটের বড় ভূমিকা ছিল বলে কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য। ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মার্শা বার্নিকাট বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন। আর সেই সময় থেকেই আমেরিকার সঙ্গে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

তথ্যসূত্র: টিভি নাইন -২০.০১.২০২৫

Logo