ট্রাম্পের শপথ, বাংলাদেশে প্রভাব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৮:৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই শপথ ঘিরে বিশ্বজুড়ে এখন আলোচনা চলছে। একই সঙ্গে ট্রাম্পের ক্ষমতা নেয়ার পর বাংলাদেশের কি ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়েও আলোচনা থেমে নেই।
ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটনে
নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম যোগ দেন। মার্কিন প্রেসিডেন্টের শপথ
গ্রহণ অনুষ্ঠানের রীতি অনুযায়ী সেখানে থাকা বিদেশি মিশন প্রধান যারা আছেন, তারা সবসময়
দাওয়াত পেয়ে থাকেন। এবারও সেই রীতি অনুসরণ করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগে থেকেই
বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে সরব ছিলেন। তিনি টুইটার বার্তায় বাংলাদেশের সংখ্যালঘুদের
অধিকার রক্ষায় বর্তমান সরকারের প্রতি তাগিদ দিয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প
ক্ষমতায় আসার পর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কে তেমন প্রভাব
পড়বে না। যদিও ডেমোক্রেটিক দলের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক একটু বেশি গভীর। সেজন্য
ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিছুটা ধীরগতির হতে পারে। তবে বড়
ধরনের তারতম্য ঘটবে না।
তথ্যসূত্র: বাংলানিউজ ২৪ – ২০.০১.২০২৫