বিমানে বোমার হুমকি; জরুরী অবতরণ ঢাকা বিমানবন্দরে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:৩১

বোমার হুমকির মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম থেকে আসা একটি ফ্লাইট নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। ২২ জানুয়ারি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি অবতরণের পর ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক
গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, “বিমানের রোম ফ্লাইটে
বোমা আছে বলে অচেনা নম্বর থেকে আমরা একটা হুমকি পাই। এরপর আমরা যথাযথ প্রটোকল অনুসরণ
করে ব্যবস্থা নিই।
“বিমানের উড়োজাহাজটি সকাল ৯টা ২০ মিনিটে নিরাপদে ল্যান্ড করেছে। যাত্রী ও ক্রুরা সবাই ভালোভাবেই টার্মিনালে নেমেছেন। আমরা প্রটোকল ফলো করছি, যদি কোনো হুমকি থেকেই থাকে।”
সাড়ে ১০ টায় বোম ডিস্পোজাল ইউনিট প্লেনের
ভেতর প্রবেশ করে। ১১টা পর্যন্ত তল্লাশি চলে। তারা প্লেনের ভেতরে সিট, করিডর, টয়লেট,
ক্যাফে তল্লাশি করছেন। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ
প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে। যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে।
কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত
তারা টার্মিনাল ভবনেই থাকবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের
মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, রোম ফ্লাইটে
থ্রেট একটা ছিল। তারা সবরকম ব্যবস্থা নিয়েছিলাম।
“বাট ফ্লাইটটা ৯টা ২০ মিনিটে সুন্দরভাবে
ল্যান্ড করেছে। যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদেই আছেন। এখন মনে হচ্ছে ওটা ছিল একটা উড়োখবর।”
তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর – ২২.০১.২০২৫