প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:১৭

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এই বিষয়ে বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ
কমিউনিটির উদ্যোগে আয়োজিত সিআইপি সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই
কথা বলেন। পাসপোর্ট প্রক্রিয়ায় ‘ভেরিফিকেশন’ ঝামেলা কমানোসহ
প্রবাসীদের সেবাগুলোতে হয়রানি কমানো আশ্বাস দেন উপদেষ্টা।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রবাসীদের
ভোটাধিকার নিশ্চিত করা খুবই জটিল প্রক্রিয়া। তবুও অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকার
নিশ্চিতের জন্য কাজ শুরু করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রবাসীদের ভোটাধিকার
সম্পূর্ণরূপে নিশ্চিত করতে বিভিন্ন এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করেছেন।
তিনি বলেন, জুলাই বিপ্লব মানুষের মধ্যে
আশার সঞ্চার করেছে। জুলাই বিপ্লবের পর এই সরকার গঠিত হয়েছে। আমাদের নিজেদের মধ্যে
সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সকল আধিপত্যবাদ শক্তির
বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। তাই অন্তর্বর্তী সরকার
পরিচালনায় সকলের সর্বোচ্চ সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি।
প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা
আসিফ বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিনিয়োগের ইকো সিস্টেম সহজ করার জন্য
কাজ করছে। আপনারা (প্রবাসীরা) দেশে বিনিয়োগ করুন। পৃথিবীর বুকে বাংলাদেশকে সমৃদ্ধশালী
দেশ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করুন।
দেশটির আজমানে উইমেন অ্যাসোসিয়েশন হলে
সম্মাননা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ইয়াকুব সৈনিক। গেস্ট অব অনার
ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হুমাইদ আল নুয়াইমি।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ঘোষিত ২০২৪
ও ২০২৫ সালের জন্য সংযুক্ত আরব আমিরাতের ৫২ জন সিআইপিকে সম্মাননা প্রদান করা হয়। পরে
প্রবাসী শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
তথ্যসূত্র: দৈনিক সমকাল – ২৬.০১.২০২৫