Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশফেরত সাড়ে ১০ হাজার প্রবাসী পেলো সরকারী অর্থ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮

বিদেশফেরত সাড়ে ১০ হাজার প্রবাসী পেলো সরকারী অর্থ

১০ হাজার ৫৮৭ প্রত্যাগত অভিবাসী কর্মীকে এককালীন প্রণোদনা সহায়তা দিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। নগদ প্রণোদনা প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান প্রদত্ত কারিগরি ও আর্থিক কর্মসূচিতে অন্তর্ভুক্তির মাধ্যমে আত্মকর্মসংস্থানে সহযোগিতা করা হচ্ছে, এত্ব করে তারা সম্মানের সঙ্গে সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারছে।

২৯ জানুয়ারি দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে রেইস প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. এটিএম মাহবুবুল করিম।

তিনি বলেন, বিদেশফেরত দক্ষ কর্মীদের আরপিএল-এর আওতায় দক্ষতা সনদের ব্যবস্থা করা হচ্ছে। এই সনদ কর্মীদের দেশে-বিদেশে কর্মসংস্থানে সহায়ক হচ্ছে। এই প্রকল্পের আওতায় সমগ্র বাংলাদেশব্যাপী ২ লাখ অভিবাসী কর্মীকে নিবন্ধন, কাউন্সেলিং রেফারেলের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানসহ প্রত্যেক অভিবাসী কর্মীকে ১৩ হাজার ৫০০ টাকা করে এককালীন প্রণোদনা প্রদান করা হচ্ছে। প্রকল্পের আওতায় ওয়েলফেয়ার সেন্টার নোয়াখালী লক্ষ্মীপুরসহ ১৩ হাজার ২৯০ জনের নিবন্ধন করা হয়।

প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি এ প্রতিপাদ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় ও জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, নোয়াখালী ওয়েলফেয়ার সেন্টার সহকারী পরিচালক খুরশীদ আলমসহ টিটিসি, বিসিক, জেলা তথ্য অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক, আইওএম বাংলাদেশ এবং ব্র্যাকের প্রতিনিধিসহ বিদেশফেরত অভিবাসী কর্মীরা অংশগ্রহণ করেন।

এতে বিদেশ গমন ইচ্ছুকদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান, দালালের খপ্পরে না সরকারের মাধ্যমে বিদেশ যাওয়ার পরামর্শ, বৈধ পথে রেমিট্যান্স প্রদান করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে, সেমিনারের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে প্রবাসীদের জন্য ওয়েজ আর্নাস বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ড ও প্রবাসীদের প্রবাস জীবনের উপর প্রামাণ্য চিত্র দেখানো হয়।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট ৩০.০১.২০২৫

Logo