
প্রবাসীদের পেনশন স্কিম চালু, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আইনি সেবা, সূদমুক্ত ঋণসহ ৭টি দাবী জানিয়েছে আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীরা। ২৬ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিটি আয়োজিত সংযুক্ত আরব আমিরাতে এক অনুষ্ঠানে মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে তারা এ দাবীগুলো জানান।
অনুষ্ঠানে
জনাব আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে রেকর্ডের পর রেকর্ড
গড়ছেন। একটি সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তোলনে সহযোগিতা করছেন।’
তিনি
গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমিরাতের বাংলাদেশী প্রবাসীদের অংশগ্রহণের কথা স্মরণ
করিয়ে দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মদান
ও প্রবাসী সহ সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তির সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন
বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।
অনুষ্ঠানে
প্রবাসীদের হয়ে শুভাশিস দাশ প্রবাসীদের সাতটি দাবি উপদেষ্টার সামনে তুলে ধরেন ।
দাবিগুলো
হলো:
১-
পেনশন স্কিম চালু করা, বাংলাদেশে যখন প্রবাসীরা ফেরত যায় যাতে তার সুফল পাওয়া যায় ।
২-
স্বাস্থ্যসেবা চালু করা, প্রবাসী ও তাদের ফ্যামিলির জন্য সাব সিটি/ভর্তুকি-ভিত্তিক স্বাস্থ্যসেবা চালু করা।
৩-এস
এম ই আকারে সুদ-মুক্ত ঋণের ব্যাবস্থা করা ।
৪-ওয়ান
স্টপ সার্ভিসের মাধ্যমে দেশে বিদেশে আইনি ও সর্ব প্রকার সহায়তা সেবা চালু করা।
৫-
সরকারি বেসরকারি উদ্যোগে প্রবাসীদেরকে অবস্থানরত দেশের আইন কানুন ও কৃষ্টি কালচারের
প্রতি সম্মানপ্রদর্শনে সচেতনতা তৈরি করা।
৬-
প্রবাসীদের রেমিট্যান্সে প্রণোদনা আরও বৃদ্ধি করার মাধ্যমে আরও বেশি উদ্বুদ্ধ করা।
৭-সর্বস্তরে
প্রবাসীদের মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা ও তাদের ফ্যামিলির জন্য (শিক্ষা -স্বাস্থ্য-বাসস্থান)
রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাওয়ার বিষয়ে অগ্রাধিকার
প্রদান করা।
তথ্যসূত্র:
দৈনিক ইত্তেফাক – ২৭.০১.২০২৫