Logo
×

Follow Us

বাংলাদেশ

সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার: আসিফ নজরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৮

সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার: আসিফ নজরুল

সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে সরকারের উদ্যোগ নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘সৌদি আরবে ডাক্তার, প্রকৌশলী, নার্স, টেকনিশিয়ানসহ দক্ষ এবং আধা-দক্ষ কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে এবং এ ক্ষেত্রে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সৌদি আরবের বিভিন্ন কোম্পানির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় আসিফ নজরুল বাংলাদেশের শ্রমবাজারের গুণগত উন্নয়ন এবং সৌদি আরবে কর্মী পাঠানোর প্রক্রিয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

তিনি সৌদি আরবের ভিশন ২০৩০ এর মেগা প্রকল্পগুলোর মধ্যে যেমন নিওম, রেড সি, কিদ্দিয়া, গ্রিন রিয়াদ, আমালা, দিরিয়া, রোশন প্রকল্প এবং বিশ্বের বড় বড় ইভেন্ট যেমন ২০২৭ সালের এএফসি এশিয়া কাপ, ২০২৯ সালের শীতকালীন এশিয়ান অলিম্পিক, ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপের মতো আয়োজনের সঙ্গে সম্পর্কিত কর্মসংস্থান সুযোগের কথা তুলে ধরেন।

এসময় আসিফ নজরুল সৌদি রিক্রুটমেন্ট কোম্পানির সহযোগিতা কামনা করেন এবং কিছু সমস্যা যেমন তথ্যের অভাব, দীর্ঘ ভিসা প্রক্রিয়া, ভাষাগত প্রতিবন্ধকতা এবং প্রশিক্ষণের ঘাটতির মতো চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। তিনি এসব সমস্যার সমাধান ও দ্রুততার সঙ্গে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, শ্রম মেলার আয়োজন, সেমিনার এবং কোম্পানি কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তিনি সৌদি কোম্পানিগুলোকে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ধন্যবাদ জানান।

এসময় তিনি দূতাবাসের ই-ডিমান্ড এটেস্টেশন সিস্টেমও উদ্বোধন করেন, যা সৌদি কোম্পানিগুলোর জন্য সুবিধাজনক হবে। এর মাধ্যমে কোম্পানিগুলো দূতাবাসে না গিয়ে অনলাইনে কর্মী চাহিদাপত্র সঠিকভাবে যাচাই করতে পারবে, যার ফলে কর্মসংস্থান প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং দ্রুত হবে।

তথ্যসূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন – ২৯.০১.২০২৫

Logo