Logo
×

Follow Us

বাংলাদেশ

হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে কী কী বিপদ হতে পারে?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯

হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে কী কী বিপদ হতে পারে?

হুন্ডি একটি অবৈধ ব্যবসা এক দেশ থেকে অন্যদেশে গোপনে মুদ্রা পাচারের প্রক্রিয়াকে হুন্ডি বলে। এই পদ্ধতিতে অর্থাৎ হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো অনেকগুলো কারণেই ঠিক নয়। যেমন-

-       হুন্ডির টাকা খোয়া গেলে তা ফেরত পাওয়া অসম্ভব। কেননা, হুন্ডির কাজ যারা করে তাদের এ কাজের জন্য কোনো লাইসেন্স থাকে না। তাই হুন্ডির মাধ্যমে টাকা খোয়া গেলে আইনগত সহযোগিতা পাওয়া যাবে না।

-       যারা হুন্ডির ব্যবসা করেন, যিনি হুন্ডির মাধ্যমে টাকা পাঠান এবং যিনি সেই টাকা গ্রহণ করেন, এরা প্রত্যেকেই অবৈধভাবে অর্থ পাচার এবং কর ফাঁকির দায়ে অভিযুক্ত হতে পারেন এবং তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারে।

-       হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ করলে মানি লন্ডারিং আইনের আওতায় অপরাধী হতে হয়

-       হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর মানে হচ্ছে দেশকে বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত করা।

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে বিশেষ কিছু সুবিধাও পাওয়া যায়।

-       কতিপয় চার্জ ফ্রি

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে তার ও ডাকমাশুল ফ্রি করা হয়েছে। সেই সাথে আয়কর রিবেটের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

-       রাজউক-এর প্লট

বিদেশে অবস্থিত বাংলাদেশী ব্যাংকের শাখা কিংবা অনুমোদিত এক্সচেঞ্জ থেকে ফরম সংগ্রহ করে রাজউক-এর প্লট বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন। প্রবাসীদের অনুকূলে বিভিন্ন সময়ে ঘোষিত কোটার আওতায় রাজউকের প্লট বরাদ্দ দেয়া হয়।

-       সর্বাধিক সুদবাহী বন্ড কেনার সুবিধা

বিদেশ থেকে প্রেরিত অর্থে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করে প্রবাসীরা লাভবান হতে পারেন। বর্তমানে এই বন্ডের সুদের হার শতকরা ১২ টাকা। ২৫ হাজার টাকা অথবা তার অধিক মূল্যের বন্ড ক্রয় করলে, অতিরিক্ত কোনো ব্যয় ছাড়াই মৃত্যু ঝুঁকি বীমার সুবিধা পাওয়া যায়। এ ছাড়া রয়েছে ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডলার প্রিমিয়াম বন্ড। ১ হাজার, ৫ হাজার, ১০ হাজার, ২৫ হাজার, ৫০ হাজার এবং ১ লাখ টাকার মূল্যমানে এই বন্ড ক্রয় করা যায়।

-       উচ্চ সুদবাহী কারেন্সি অ্যাকাউন্ট খোলার সুবিধা

এই হিসাব দু’রকমের- অনিবাসী বৈদেশিক মুদ্রা মেয়াদি আমানত ও পোর্ট ফোলিও বিনিয়োগের জন্য অনিবাসী বিনিয়োগ টাকার হিসাব।

তথ্যসূত্র: বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেইনিং ইন্সটিটিউট

Logo