বিমান বন্দরে এখনো মিলছেনা প্রবাসীদের কাঙ্খিত সেবা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২১

নতুন বাংলাদেশে প্রবাসীদের দেয়া হবে প্রাপ্য সম্মান। ৫ আগস্ট পরবর্তী রাষ্ট্রের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছিলো। সে ঘোষণা অনুযায়ী, ব্যবস্থাপনাগত দিক থেকে কিছু পরিবর্তন হয়েছে দেশের বিমানবন্দরগুলোতে। তবে কাঙ্ক্ষিত মান থেকে তা এখনও অনেক দূরে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ফেরত প্রবাসীদের অনেক সময় পড়তে হয় ভোগান্তিতে।
বিদেশের মাটিতে যাদের পরিশ্রমে সমৃদ্ধ হয় দেশের অর্থনীতি, যারা দীর্ঘ বিরতিতে এক বুক আবেগ আর ভালোবাসা নিয়ে ফেরেন দেশের মাটিতে, তাদের সব উচ্ছাস যেন বিষাদে পরিনত হয় যখন পা রাখেন বিমানবন্দরে।
এই রেমিটেন্স যোদ্ধারা দেশে ফেরার সময় পরিবার পরিজনের জন্য লাগেজ ভর্তি করে নিয়ে আসেন নানা উপহার। তবে বিমানবন্দরে নেমেই সেই লাগেজ নিয়ে তাদের পড়তে হয় বিপাকে। কপাল খারাপ থাকলে হতে হয় হেনস্তা আর দুর্ব্যবহারের শিকার।
৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের সবচেয়ে বড় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সেবার মান বাড়াতে বেশ কিছু উদ্যোগ নেয় সরকার। কিন্তু তাতে কি দুর্ভোগ কমেছে যাত্রীদের। ব্যবস্থাপনায় কিছুটা পরিবর্তন হলেও এখনও কাধে করে লাগেজ নিয়ে বের হতে হচ্ছে অনেককে।
অথচ এই প্রবাসীরা দেশের ক্রান্তিকালে কতো ঝুঁকি নেন মাতৃভূমির জন্য, যা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন ৭১ কিংবা ২৪ সে। সবশেষ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের বিক্ষোভ আর দেশে অর্থ পাঠানো বন্ধ ঘোষণা বড় উদাহরণ নতুন বাংলাদেশের পরিবর্তনের জন্য। সে মর্যাদা কি দিতে পেরেছে রাষ্ট্র? ভাবনায় ঘুরপাক খাচ্ছেন প্রবাসীরা।
অভিবাসন বিশেষজ্ঞ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, সমন্বিত পদক্ষেপ ছাড়া প্রবাসীদের সেবা নিশ্চিত করা অসম্ভব।
তথ্যসূত্র: চ্যানেল টুয়ান্টিফোর – ০১.০২.২০২৫