Logo
×

Follow Us

বাংলাদেশ

গঠিত হলো জাতীয় নাগরিক কমিটির প্রবাসীর শাখা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৩

গঠিত হলো জাতীয় নাগরিক কমিটির প্রবাসীর শাখা

জাতীয় নাগরিক কমিটি এবার কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেছে; বিশ্বের ৩০টি দেশের ৭৫ সদস্য স্থান পেয়েছে এই কমিটিতে। গণঅভ্যুত্থানে সরকার পতনের ছয় মাসের মধ্যে তরুণদের নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনার মধ্যেই প্রবাসীদের নিয়ে কমিটি গঠন করল জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক চিকিৎসক তাসনিম জারা এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক এক সংবাদ সম্মেলনে কেন্দ্রিয় প্রবাসী কমিটি ঘোষণা করেছেন রোববার রাতে।

সম্মেলনে বলা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মো. ফারহাদ আলম ভুঁইয়া, তাওহিদ তানজিম, আজাহার উদ্দিন অনিক, মনিরা শারমিন, অরণি সেমন্তি খান, এস এম সাইফ মোস্তাফিজ, এস এম সুজা, এহতেশাম হক বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশিদের সংগঠিত করেছেন। তাদের নেতৃত্ব দিয়েছেন তাসনিম জারা ও মোহাম্মদ আতাউল্লাহ।

তাসনিম জারা বলেন, আমাদের দীর্ঘদিনের একটি ধারণা ছিল যে মেধাবী, শিক্ষিত এবং সৎ মানুষ রাজনীতিতে আসে না। কিন্তু জুলাই বিপ্লব সেই ধারণাকে ভেঙে দিয়েছে। আজ আমরা দেখছি, পেশাদার এবং দক্ষ ব্যক্তিরা রাজনীতিতে এগিয়ে আসছেন, দেশ পুনর্গঠনে তারা অবদান রাখতে চান। এই কমিটিতে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, কর্মী, ইমাম এবং ব্যবসায়ী। এদের সবার সংকল্প বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখা। তারা বাংলাদেশের মেধা, সাহস ও শক্তির প্রতিচ্ছবি।

গত বছরের শেষ নাগাদ কেন্দ্রীয় সদস্যদের সমন্বয়ে ৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটিগঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। এরই মধ্যে দেশের ৪৪টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই বিপ্লবের চালিকা শক্তি ছিল মানুষ এবং এই প্রবাসী কমিটি সেই শক্তিরই একটি সম্প্রসারণ। তারা শুধু প্রবাসে বসে দেশের জন্য চিন্তা করেন না, তারা দেশের জন্য কাজ করতে প্রস্তুত।

কেন্দ্রীয় প্রবাসী কমিটির সদস্যরা হলেন:

আব্দুর রাকীব সামি, আবু সলমান মুরাদ, আবুল বাশার রহমান, আল আমিন, আলমগীর চৌধুরী আকাশ, আলমগীর হোসেন, এনামুল হক এনাম, দেওয়ান সাহাব-উদদীন, দিলশানা পারুল, ইসরাত জাহান চৌধুরী, ফখরুল ইসলাম, ফারিয়া ফাহি, হাসানুল বান্না, ইমা ইসলাম, ইসলামুল হক, ইশতিয়াক আকিব, কাজী জহিরুল ইসলাম, খালেদ আহমদ, খালেদ রিদওয়ান চৌধুরী, খালিদ ইয়াহইয়া, খন্দকার আলী কাওসার, এম ফয়সাল রিয়াদ, মাহমুদুল হাসান মিলাদ, মাকসুদুল হক, মনজুরুল মাহমুদ ধ্রুব, মারজুক আহমাদ, মোঃ আনিসুর রহমান, মো: আনোয়ার হুসাইন, মো. আরিফুল ইসলাম, মোহাম্মদ ইশতিয়াক আহমেদ সাগর, যুবাইর সরদার, মো. জুবায়েদ, মো. মোহাইমিন আল বরাত, মো. মনির হোসেন, মো. নাফিজ রেজা সজীব, মো. রিদওয়ান হোসেন তালুকদার, মো. সাদ্দাম হোসাইন, মো. সাকিব হোসেন, মো. বাবুল মিয়া, মিম আরাফাত মানব, মেহরাব বখতিয়ার, মীর আবরার হানিফ, মো. আরিফুর রহমান, হামেদ, ইফতেশাম চৌধুরী, মুহাম্মদ শহিদুল আলম, মঈন উদ্দিন হেলালী তৌহিদ, মুনির উদ্দিন আহমেদ, মুনা হাফসা, মুনতাসীর মামুন, নাফিসা রায়হানা, নাহিয়ান বিন খালেদ, নাজমুল বাশার, নাজমুল হোসেন, নজরুল ইসলাম বিপ্লব, নুরুল হুদা জুনেদ, ওমর ফারুক, ওমর আহমেদ ঢালি, পাবেল চৌধুরী, ড. রাশেদুল ইসলাম, সাইফ ইবনে সারওয়ার, সালওয়া শামস, শাহ মোহাম্মদ বাহাউদ্দীন, শাম্মা জাবীন প্রমা, শারমিন আহমেদ হ্যাপি, সওগাত শারমীন কুতুবী, সৈয়দ মুশফিকুর রহমান, তাজুল ইসলাম শামীম, তারেক আজিজ বাপ্পী, তৌকির আজিজ, তনিমা তাসনিম অনন্যা, উল্লাস জায়েদ, জাফরুল হাসান, জাহিন রাইদাহ মাইশা ও জিয়াউল হাশেম।

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম -১০.০২.২০২৫

Logo