
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে আন্দোলন করে গ্রেপ্তার ও দণ্ডের শিকার হয়ে আমিরাতফেরত ক্ষতিগ্রস্ত প্রবাসীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাক্ষাৎ চেয়েছেন। সেইসঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা ও পাসপোর্ট থেকে নো-এন্ট্রি তুলে নেওয়াসহ ৬ দফা দাবি জানিয়েছেন তারা। দাবি না মানলে তারা আগামীকালের পর ‘রেমিট্যান্স শাটডাউন’ করার হুমকিও দেন।
৭
ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ক্ষতিগ্রস্ত প্রবাসীরা।
আমিরাতফেরত
প্রবাসীরা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ও বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে মিছিল করেন তারা। আমিরাতের আওয়ামী লীগ নেতারা মিছিলের
সঙ্গে সম্পৃক্তদের তালিকা তৈরি করে দেশে আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠায়।
আমিরাতফেরত
খালেদ সাইফুল্লাহ বলেন, আমরা দেশের মানুষের সঙ্গে একাত্মতা করে ওখানে আন্দোলন করেছিলাম।
আজ দেশে এসে মানবেতর জীবনযাপন করছি। প্রবাসী আমিনুল ইসলাম বলেন, প্রবাসীরা হাইকমিশনের
কোনো সাহায্য পান না। হাইকমিশন ও সেখানকার আওয়ামী লীগের তথ্যে আমরা গ্রেপ্তার হয়েছিলাম।
তথ্যসূত্র:
দৈনিক সমকাল – ০৮.০২.২০২৫