পাসপোর্ট করতে প্রয়োজন নেই পুলিশ ভেরিফিকেশনের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২

বাংলাদেশে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পাঠানো সারসংক্ষেপ অনুমোদন করেছেন, যা ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে।
এখন
থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পাসপোর্ট দেওয়া হবে।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের
তথ্য যাচাই করে পাসপোর্ট ইস্যু করা হবে।
পাসপোর্ট ইস্যুর নতুন নিয়ম:
আবেদনকারীর
জাতীয় পরিচয়পত্রের তথ্য অনলাইনে যাচাই করে পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দেওয়া হবে।
বিদেশে
থাকা বাংলাদেশি এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের তথ্য যাচাই করেই পাসপোর্ট
দেওয়া হবে।
ই-পাসপোর্টের
মাধ্যমে অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া যাবে এবং নির্ধারিত দিনে শুধু বায়োমেট্রিক তথ্য
জমা দিতে অফিসে যেতে হবে।
বর্তমানে
প্রতি মাসে প্রায় ৩০ হাজার বাংলাদেশি বিদেশে কর্মসংস্থানের জন্য যাচ্ছেন এবং উচ্চশিক্ষা,
স্থায়ী বসবাসসহ বিভিন্ন কারণে অনেকে বিদেশে পাড়ি জমাচ্ছেন। দেশে ও বিদেশের পাসপোর্ট
অফিসগুলোতে প্রতিদিন গড়ে ২৮-৩০ হাজার আবেদন জমা পড়ে এবং ২৫-২৮ হাজার পাসপোর্ট ইস্যু
হয়।
তবে
পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া ধীরগতির কারণে অনেক আবেদনকারী সমস্যায় পড়তেন। নতুন নিয়ম
চালু হলে দ্রুত ১২ কর্মদিবসে সাধারণ পাসপোর্ট এবং এক্সপ্রেস পাসপোর্ট ৩ দিনের মধ্যে
পাওয়া যাবে।
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের সারসংক্ষেপ অনুযায়ী, বাংলাদেশে এখন জাতীয় পরিচয়পত্রের একটি নির্ভরযোগ্য
ডাটাবেইস রয়েছে। ফলে এনআইডির তথ্য যাচাই করেই পাসপোর্ট প্রদান করা সম্ভব, যা নাগরিক
সেবাকে আরও সহজ ও গতিশীল করবে।
স্বরাষ্ট্র
মন্ত্রণালয় খুব শিগগিরই এ বিষয়ে পরিপত্র জারি করবে, যা কার্যকর হলে বাংলাদেশি নাগরিকদের
পাসপোর্ট পেতে আর কোনো ঝামেলা পোহাতে হবে না।