Logo
×

Follow Us

বাংলাদেশ

বিএমইটির রেজিস্ট্রেশন ও ছাড়পত্র কিভাবে পাবেন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:০২

বিএমইটির রেজিস্ট্রেশন ও ছাড়পত্র কিভাবে পাবেন?

বিএমইটির রেজিস্ট্রেশন বিদেশ গমনেচ্ছুক কর্মীদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অবশ্যই নাম তালিকাভুক্ত/রেজিস্ট্রেশন করতে হবে। বিএমইটির রেজিস্ট্রেশন ছাড়া বিদেশে চাকরির জন্য যাওয়া আইনত নিষিদ্ধ। এই রেজিস্ট্রেশন না থাকলে বিমান বন্দরেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রা বাতিল করে দেবেন। এক্ষেত্রে সব দায়-দায়িত্ব নিজের।

রেজিস্ট্রেশনের জন্য যা যা প্রয়োজন:

-       রেজিস্ট্রেশন ফরম

-       দুই কপি পাসপোর্ট সাইজ ছবি

-       নিজ ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র

-       ৮০.০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার

-       অন্যান্য সনদপত্রের (যদি থাকে) সত্যায়িত কপি (শিক্ষাগত, কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ইত্যাদি)।

প্রি-ডিপারচার ব্রিফিং

বিদেশে গমনের পূর্বে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পরিচালিত ব্রিফিং সেন্টার থেকে প্রদত্ত ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন এবং এ সংক্রান্ত তথ্য পুস্তিকা সংগ্রহ করে নেবেন। যে দেশে যাবেন সে দেশের নিয়মাবলি, শ্রম আইন ও নিয়োগকারী প্রতিষ্ঠানের যে কার্য সম্পাদন করতে হবে ব্রিফিংকালে সে সম্পর্কে ধারণা গ্রহণ করতে হবে।

বহির্গমন ছাড়পত্র

চূড়ান্তভাবে নির্বাচিত হলে বিদেশ যাত্রার পূর্বে দেখতে হবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে পাসপোর্ট বহির্গমন ছাড়পত্র নম্বরসহ জনশক্তি ব্যুরোর সংশিষ্ট কর্মকর্তার স্বাক্ষর ও এ্যামবোস করে বহির্গমন ছাড়পত্র সংগ্রহ করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা

বিদেশ গমনের পূর্বে দূতাবাস নির্ধারিত ক্লিনিকের মাধ্যমে মেডিকেল চেকআপ অবশ্যই করাতে হবে।

অভিবাসীদের মেডিকেল পরীক্ষার প্রয়োজনীয়তা

-       প্রবাসে নির্দিষ্ট কাজের উপযুক্ত শারীরিক সক্ষমতা আছে কিনা যাচাই করা হবে।

-       বিদেশে গিয়ে আনফিট হলে অকারণে অর্থনাশ হতে পারে- সে সম্ভাবনা রোধ করা হবে।

-       প্রয়োজনে চিকিৎসা নিয়ে আবার বিদেশে যাওয়ার প্রস্তুতি নেয়া যাবে।

-       কোন সংক্রমনের অস্তিত্ব জানা গেলে সঙ্গী/সঙ্গীনির পরীক্ষা এবং চিকিৎসার উদ্যোগ নেয়া যাবে।

কর্মক্ষেত্রে বর্জনীয়ঃ

-       ধর্মঘট করা যাবে না। কোনো সমস্যার জন্য স্থানীয়ভাবে আইনের আশ্রয় নিতে হবে।

-       নিয়োগকর্তা পরিবর্তন করতে হলে পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

-       বিদেশি নাগরিকের সাথে বিবাহ নিষেধ।

অভিবাসনের সিদ্ধান্তগ্রহণের পূর্বে করণীয়ঃ

-       জমি বিক্রি করবেন না।

-       উচ্চ সুদে ঋণ গ্রহণ করবেন না।

-       দালালদের পরিহার করুন।

-       বিএমইটি হতে কাগজপত্র পরীক্ষা করুন (চুক্তিপত্র, ভিসা)।

-       অভিবাসনের লাভ-ক্ষতি বিবেচনা করুন।

-       বিএমইটি কম্পিউটার নেটওয়ার্ক ডাটাবেজে রেজিস্ট্রেশন করুন।

-       পাসপোর্ট নিজে করুন।

-       রিক্রুটিং এজেন্টকে অর্থ প্রদানের বিনিময়ে রশিদ নিন।

তথ্যসূত্র: বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেইনিং ইন্সটিটিউট

Logo