Logo
×

Follow Us

বাংলাদেশ

নারী গার্মেন্টস কর্মী নিচ্ছে জর্ডানের কোম্পানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০৯

নারী গার্মেন্টস কর্মী নিচ্ছে জর্ডানের কোম্পানি

সরকারিভাবে জর্ডানে দক্ষ নারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বোয়েসেল। বাংলাদেশ ওভারসিজ এ‍মপ্লয়মেন্ট এ‍্যান্ড সার্ভিস এসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, জর্ডানের দুটি গার্মেন্টস কোম্পানিতে ১৯১জন নারী মেশিন অপারেটর প্রয়োজন। যাদের বেতন ধরা হয়েছে ১৮৩ মার্কিন ডলার, যা ২২ হাজার টাকার বেশি।

নারী কর্মীদের বয়স হতে হবে ২৫-৩০ এর মধ‍্যে। চাকরির চুক্তি হবে ৩ বছরের জন‍্য। যা পরে আবার রিনিউ করা যাবে। 

সপ্তাতে ছয় দিন আট ঘন্টা কাজ করতে হবে। ওভারটাইমের সুযোগ আছে। 

সিলেক্ট হলে কোম্পানি থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার খরচ দেবে। কাজে যোগদানের সময় ও ফেরত যাবার সময় বিমান ভাড়া কোম্পানি দেবে। 

তবে দেশে বা জর্ডানে কোন মামলা থাকলে তারা যেতে পারবেন না।

১৪ মার্চ সকাল ৮টায় আগ্রহীদের ইন্টারভিউ এর জন‍্য ঢাকার মিরপুরের দারুস সালামে রোডের বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে থাকতে বলা হয়েছে। 

ইন্টারভিউ এর সময় চার কপি ছবি, পাসপোর্ট ও ফটোকপি, ভোটার আইডি ও তার ফটোকপি, বর্তমান কর্মক্ষেত্রে পরিচয়পত্র, শিক্ষাগত যোগ‍্যতার সার্টিফিকেট থাকতে হবে। 

নারী কর্মীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই লিংক থেকে। 

Logo