Logo
×

Follow Us

বাংলাদেশ

ই-ভিসা পেমেন্ট সহজ করেছে থাই দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:১৭

ই-ভিসা পেমেন্ট সহজ করেছে থাই দূতাবাস

৯ মার্চ ২০২৫ থেকে ই-ভিসার দৈনিক পেমেন্টের কোটা তুলে নিয়েছে থাই দূতাবাস। এর ফলে, আবেদনকারীদের আবেদন ফর্ম জমা দিতে এবং অনলাইনে পেমেন্ট করা আরও সহজ হবে বলে মনে করছে দূতাবাস। এসব পেমেন্টের সময়কাল এম্ব্যাসির কার্যদিবসে সকাল ৯:০০ থেকে দুপুর ১২:০০ পর্যন্ত। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে থাই দূতাবাস। 

থাই দূতবাস এও জানিয়েছে, তাদের ভিসা আবেদন প্রক্রিয়া করার সক্ষমতা সীমিত। তাই পেমেন্টের পর ই-ভিসা বা অন্যান্য নোটিফিকেশন পেতে দেরি হতে পারে।

বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যেতে চাওয়া মানুষের সংখ্যা বাড়ার কারণে ভ্রমণের ৪৫দিন আগে আবেদন করতে অনুরোধ করা হয়েছে। সব আবেদনকারীকে তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং ব্যক্তিগত তথ্য যেমন নামের বানান, লিঙ্গ এবং জন্ম তারিখ সঠিকভাবে যাচাই করতে পরামর্শ দিয়েছে। যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম বা যাদের আবেদন ফর্মের তথ্য পাসপোর্টের তথ্যের সঙ্গে অমিল থাকবে, তাদের আবেদন বাতিল করা হবে।

দূতাবাস আরো জানিয়েছে, ই-ভিসা ওয়েবসাইট দ্বারা অনুরোধ করা হয়নি এমন ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক নয়। তবে, আবেদনকারীরা অতিরিক্ত ডকুমেন্ট আপলোড করতে পারেন, যদি তারা মনে করেন এম্ব্যাসির কাছে ভিসা দ্রুত অনুমোদনের জন্য সহায়ক হবে। এসব ডকুমেন্টের মধ্যে ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স এবং পূর্বের থাই ভিসা অন্তর্ভুক্ত।

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট

Logo