Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশে কোন দেশের কতজন অবৈধ অভিবাসী?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৫৯

বাংলাদেশে কোন দেশের কতজন অবৈধ অভিবাসী?

মেয়াদোত্তীর্ণ ভিসাসহ অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন ছয় হাজার ৯৭ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে শীর্ষ পাঁচ দেশ হলো– ভারত, চীন, নেপাল, পাকিস্তান ও ফিলিপাইন।

এখন অবৈধভাবে বসবাসকারীর মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা তিন হাজার ৩৯৯, চীনের এক হাজার ৯৯, নেপালের ৩৭৬, পাকিস্তানের ১৪০ ও ফিলিপাইনের ১৩১ জন।

তিন মাসে আগেও দেশে অবৈধ বিদেশি নাগরিক ছিল ৪৯ হাজার ২৬৫ জন।

সম্প্রতি নিয়মবহির্ভূতভাবে যেসব নাগরিক দেশে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে অভিযানসহ নানামুখী তৎপরতা চালানো হয়। এতে গত ১৮ নভেম্বর থেকে ছয়ই মার্চ পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিক কমেছে ৪৩ হাজার ১৬৮ জন।

পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে জরিমানা আদায় করা হয়েছে ৪০ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকা।

গত বছরের ২৮ মে দেশে অবস্থানরত বৈধ ও অবৈধ বিদেশি কর্মীর প্রকৃত সংখ্যা অনুসন্ধানের মাধ্যমে নিরূপণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এসব বিদেশি কর্মী কীভাবে ও কোন চ্যানেলের মাধ্যমে তাদের অর্থ দেশের বাইরে পাঠান, সে বিষয়েও অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

Logo