Logo
×

Follow Us

বাংলাদেশ

আগামী ৫ বছরে খোলা হবে বাংলাদেশের ১০টি পূর্ণাঙ্গ মিশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯

আগামী ৫ বছরে খোলা হবে বাংলাদেশের ১০টি পূর্ণাঙ্গ মিশন

নিউজিল‍্যান্ডে বাংলাদেশের দূতাবাস কবে স্থাপন করা যাবে তা নিয়ে এখনো নিশ্চিত নয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়। এক ব্রিফিংএ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, কোনো দেশে মিশন খোলার বিষয়ে বহু বিষয় যাচাই করা হয়। কোনো একটি জায়গায় কম সংখ্যক বাংলাদেশি থাকলেও সে জায়গাটি গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন, মিয়ানমারে ২৫০-৩০০ বাংলাদেশি থাকেন। তবে মিয়ানমারে বাংলাদেশি মিশন খোলার গুরুত্ব অন্য রকম। 

নিউজিল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি আছেন। তাদের সেবা দেওয়া হয় অস্ট্রেলিয়া থেকে। এটি সহজসাধ্য নয়। ফলে সেখানে একটি আবাসিক মিশন থাকলে বিষয়টি সহজ হয়।

মুখপাত্র জানান, নিউজিল্যান্ডে বাংলাদেশ মিশন খোলা ছাড়াও বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি বাড়াতে আগামী ৫ বছরের মধ্যে আয়ারল্যান্ড, নরওয়ে, আর্জেন্টিনা, কম্বোডিয়ায় ও আফ্রিকার অন্তত ১০টি পূর্ণাঙ্গ বাংলাদেশ মিশন এবং চীন, ব্রাজিল, জার্মানি, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও ১০টি সাবমিশন স্থাপন করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।


তথ‍্যসূত্র: দৈনিক সমকাল

Logo