Logo
×

Follow Us

বাংলাদেশ

‘সিন্ডিকেটবিহীন’ বায়রার দাবি সম্মিলিত সমন্বয় পরিষদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ২০:৫৫

‘সিন্ডিকেটবিহীন’ বায়রার দাবি সম্মিলিত সমন্বয় পরিষদের

রাজনৈতিক প্রভাবমুক্ত ‘বায়রা’ দেখতে চান সংগঠনটির শীর্ষ নেতারা। ‘বায়রা সম্মিলিত সমন্বয় পরিষদে’র আয়োজনে ইফতার ও আলোচনা সভায় নেতারা দাবি করেন, ভবিষ্যতে একটি ‘সিন্ডিকেট মুক্ত’ বায়রা তারা গঠন করতে চান।

রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রাতে এই মুহূর্তে কোনো নির্বাচিত কমিটি নেই। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তৎকালীন কমিটি বিলুপ্ত করা হলে কিছুদিন প্রশাসকের মাধ্যমে চলেছে গুরুত্বপূর্ণ এই সংগঠনটি। সাবেক কমিটিসহ সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ নেতা ‘বায়রা সম্মিলিত সমন্বয় পরিষদ’-এর ব্যানারে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ১৯ মার্চ বুধবার আয়োজন করেন ইফতার ও আলোচনা সভা।

আলোচনা সভায় সংগঠনটির সদ্য সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম বিগত সরকারের সময়ে সিন্ডিকেট গঠন করে বিদেশে শ্রমিক পাঠানোর বিরোধিতা করেন। সেই সাথে ভবিষ্যতে বায়রাতে সাংগঠনিকভাবেও কোনো সিন্ডিকেশন যাতে না থাকে সেই ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পরবর্তী সময়ে নির্বাচিত কমিটি গঠন হলেও সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি করেন আলোচনা সভার প্রধান অতিথি খন্দকার আবু আশফাক।

সভার সভাপতি ও সমন্বয় পরিষদের আহ্বায়ক রিয়াজ উল ইসলাম বিগত সরকারের সময়ে নানা বৈষম্যের শিকার হওয়ার কথা উল্লেখ করেন। বায়রার সব সদস্যকে বিভেদ ভুলে একসঙ্গে প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা শেষে ইফতারে অংশ নেন বায়রার শতাধিক এজেন্সির সদস্যসহ সরকারি ও বেসরকারি বেশ কিছু সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

রিপোর্ট মাইগ্রেশন কনসার্ন।

Logo