
আফ্রিকার দেশ লিবিয়ায় অভিবাসী হিসেবে আটকে পড়া আরো ১৬১ বাংলাদেশি দেশে ফিরেছেন৷ ২০ মার্চ সকালে তারা ঢাকায় পৌঁছান।
লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সরকার ও লিবিয়ার ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টায় ১৬১ জন বাংলাদেশি নাগরিককে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুধবার (১৯ মার্চ) দেশে ফেরত পাঠানো হয়েছে৷
লিবিয়ার বেনিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৯ মার্চ বিকেলে আইওএম-এর ভাড়া করা লিবিয়ার বোরাক এয়ারের একটি ফ্লাইটে করে বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে৷ ২০ মার্চ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি৷
ধারণা করা হচ্ছে, এসব বাংলাদেশি ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা ব্যর্থ হয়ে দেশটিতে আটকে পড়েছিলেন। লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি অভিবাসীরা লিবিয়ায় বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফেরার আবেদন জানিয়েছেন৷ তাদের আবেদন নিবন্ধন করে আইওএম৷ পরবর্তী সময় স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে বাংলাদেশ দূতাবাস৷
আগামী ২৬ মার্চ আরেকটি ফ্লাইটে লিবিয়ায় আটকে পড়া আরো ১৬০ বাংলাদেশি নাগরিকের দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে৷ এর আগে গত ১৩ মার্চ দেশে ফিরেছিলেন লিবিয়ায় আটকে পড়া ১৭৬ জন বাংলাদেশি। অভিবাসীদের মধ্যে ১০৬ জন ত্রিপোলির তাজুরায় একটি আটককেন্দ্রে ছিলেন৷ অবশিষ্ট ৭০ জন লিবিয়ায় সংকটাপন্ন অবস্থা থেকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন৷ ১৭৬ বাংলাদেশির মধ্যে ১২ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানিয়েছে দূতাবাস৷
২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৩৪৪ জন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফেরানো হয়েছে৷ ২০২৩ সালের জুলাই থেকে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৫৬৬ বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে বলেও জানিয়েছে দূতাবাস৷
২০১১ সালে লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে নিরাপত্তাহীনতা এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে৷ মানব পাচারকারী চক্র দেশটিতে খুবই সক্রিয়। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের অনেক অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার জন্য লিবিয়ায় আসেন৷ তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অত্যাচার, নির্যাতন, মারধর, জোরপূর্বক শ্রমে বাধ্য করে পাচারকারী চক্রগুলো৷
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরীয় রুট থেকে ৪ হাজার ৭৬৭ জন অভিবাসীকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে৷ চলতি বছর এখন পর্যন্ত সেন্ট্রাল ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টারত ১৪০ অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলেও জানিয়েছে আইওএম৷
খবর সূত্র: ইনফো মাইগ্রেন্টস