Logo
×

Follow Us

বাংলাদেশ

সুখী দেশের তালিকায় এবারো চ্যাম্পিয়ন ফিনল্যান্ড

বাংলাদেশ পিছিয়েছে ৫ ধাপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:০৭

সুখী দেশের তালিকায় এবারো চ্যাম্পিয়ন ফিনল্যান্ড

বিশ্বের সুখী মানুষের দেশের তালিকায় এবারো শীর্ষস্থান ধরে রেখেছে, ইউরোপের দেশ ফিনল্যান্ড। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স ২০২৫-এর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য এসেছে। ২০ মার্চ এই তালিকা প্রকাশ করা হয়। এনিয়ে টানা অষ্টমবারের মতো তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিং রিসার্চ সেন্টারের এ বছরের জরিপে পাওয়া গেছে আরো নানা তথ্য। এই গবেষণায় জানা গেছে, উত্তর ইউরোপ বা নর্ডিক দেশগুলো এবারো সুখী মানুষের দেশের তালিকায় উপরের দিকেই আছে। ফিনল্যান্ডের পরপরই আছে, ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন।

সুখী দেশের তালিকায় ইউরোপীয় দেশগুলো শীর্ষ ২০-এ রয়েছে। তারপরও আছে কিছু ব্যতিক্রম। হামাসের সঙ্গে যুদ্ধ চলমান থাকলেও ইসরায়েল ৮তম স্থানে রয়েছে। এদিকে, কোস্টারিকা ও মেক্সিকো প্রথমবারের মতো শীর্ষ ১০-এ উঠে এসেছে। তারা যথাক্রমে ৬ষ্ঠ ও ১০ম স্থানে রয়েছে।

সবচেয়ে নিচে কোন দেশ?

আফগানিস্তান আবারো বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে স্থান পেয়েছে। সেখানে বিশেষভাবে আফগান নারীরা তাদের জীবনকে অত্যন্ত কঠিন বলে মনে করছেন। পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন দ্বিতীয় অসুখী দেশ হিসেবে তালিকায় রয়েছে, এর পরেই লেবানন, যা নিচ থেকে তৃতীয় স্থানে রয়েছে।

আমেরিকার মানুষের সুখ কমেছে!

সুখের নিম্নমুখী ধারা অথবা নাগরিকদের অসন্তুষ্টির ক্ষেত্রে, যুক্তরাষ্ট্র তার ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র বর্তমানে ২৪তম স্থানে রয়েছে। ২০১২ সালে দেশটি ১১তম স্থানে ছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত দুই দশকে যুক্তরাষ্ট্রে একা খাওয়ার প্রবণতা ৫৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

এদিকে যুক্তরাজ্য রয়েছে ২৩তম স্থানে। ২০১৭ সালের পর থেকে এটি দেশটির সর্বনিম্ন গড় জীবন মূল্যায়ন।

বাংলাদেশ কোথায়?

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ পিছিয়ে ১৩৪তম বাংলাদেশ। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মাত্র ১৩টি দেশ এখন বাংলাদেশের চেয়ে কম সুখী। আর ১৩৩টি দেশের মানুষ বাংলাদেশিদের থেকে সুখী।

এই গবেষণার সাথে থাকা গবেষকরা মনে করছেন, সুখ কেবল সম্পদ বা অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করে হয় না। এটি বিশ্বাস, মানুষে মানুষে যোগাযোগ আর একজন ব্যক্তির পাশে তার বন্ধু আছে এমন অনুভূতি মানুষকে সুখী করে। আর বিপরীতে একাকিত্ব মানুষকে অসুখী করে রাখে।

তরুণদের একাকিত্ব বেড়েছে:

গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে সারা বিশ্বের ১৯ শতাংশ প্রাপ্তবয়স্ক তরুণ জানিয়েছেন, সামাজিকভাবে তাদের সমর্থন দেবে বা কারো উপর নির্ভর করার মতো তাদের কেউ নেই। ২০০৬ সালের তুলনায় এটি ৩৯ শতাংশ বেড়েছে।

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট

Logo