Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমান ভাড়া কমানোয় সরকারকে ধন্যবাদ জানালো আটাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:০১

বিমান ভাড়া কমানোয় সরকারকে ধন্যবাদ জানালো আটাব

বাংলাদেশে ট্রাভেল এজেন্টদের সংগঠন (আটাব)  সৌদি আরবগামী ফ্লাইটে বিমান টিকিটের দাম ৭৫ শতাংশ পর্যন্ত কমানোর জন্য সরকারের উদ্যোগের প্রশংসা করেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটাব সভাপতি আবদুস সালাম আরেফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সঙ্গে সাক্ষাতের সময় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠককালে আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ বিমান ভ্রমণকে আরো সাশ্রয়ী ও সহজলভ্য করার লক্ষ্যে বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের আইনের অধীনে জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগের বাধ্যতামূলক বিধান এই খাতে সিন্ডিকেট গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, ফলে টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে এবং যাত্রীদের হয়রানি বেড়েছে। 

যাত্রীদের পাসপোর্টের তথ্য ছাড়াই টিকিট বুকিং বাতিল করার বিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের কথা উল্লেখ করে আরেফ বলেন, এই পদক্ষেপ কার্যকরভাবে দীর্ঘস্থায়ী অনিয়মের অবসান ঘটিয়েছে ও যাত্রী হয়রানি হ্রাস করেছে।

তিনি নতুন বিধানটি কঠোরভাবে প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় লুৎফে সিদ্দিক বলেন, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকের পর সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। 

Logo